একক ব্যান্ডের রাউটার বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে
- আপডেট সময় : ১১:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশের বাজারে একক ব্যান্ডের রাউটার বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিআরটিসি।
বিআরটিসির একটি নির্দেশনায় বলা হয়েছে, দেশের বাজারে উৎপাদিত কিংবা বাইরের দেশ সাথে আমদানিকৃত সকল রাউটারকে এই অবশ্যই ডুয়াল ব্যান্ড ফ্রিকোয়েন্সির সম্পন্ন হতে হবে।
ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার সাধারণত ২.৪ এবং ৫.৮ গিগাহার্টজে কাজ করে থাকে। তাছাড়াও এই ধরনের রাউটার গুলি সাধারণভাবে 5g নেটওয়ার্কও সমর্থন করে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সকল ধরনের ব্যক্তিগত কাজ এবং প্রতিষ্ঠানিক কাজে আগামী এপ্রিল মাসের মধ্যে ডুয়াল ব্যান্ড রাউটারের ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
অবশ্য বিআরটিসির নতুন নির্দেশনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নানা ব্যক্তিরা। অনেকেই সমর্থন জানিয়ে বলছেন অনেক আগে থেকেই রাউটার এবং এই ধরনের প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। একই সাথে ঘনবসতিপূর্ণ এলাকা এবং যারা কিনা একটি রাউটারে অনেক গুলো ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই উন্নত মানের রাউটার ব্যবহার করা উচিত। আবার অনেকেই মতামত ব্যক্ত করেছেন যে, স্বল্প আয়ের কিংবা যারা কম বাজেটে রাউটার কিনতে চান তাদের জন্য খানিকটা কঠিন হয়ে যাবে।
একক ব্যান্ডের রাউটার বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে
ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত আমরা রাউটারের মাধ্যমে এসব চাইতে বেশি ব্যবহার করে থাকি। এতে করে ল্যাপটপ, মোবাইল, স্মার্ট টিভি সহ অন্যান্য ডিভাইসে তারে সংযোগ ছাড়া ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব হয়। তবে শুরুর দিকে ডেক্সটপে কানেকশন দেওয়ার জন্য কোন রাউটার প্রয়োজন হতো না। সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেটের তার কম্পিউটারের সাথে সংযোগ করে দিলেই হত। বর্তমানে যেহেতু প্রত্যেকটি বাসা বাড়িতেই মোবাইল, স্মার্ট টিভি ইত্যাদি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে তাই রাউটার একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় ডিভাইস। তবে ডুয়েল ব্যান্ডের রাউটার গুলোতে ফাইভ-জি ইন্টারনেট স্পিড সংযুক্ত রয়েছে।
যদি আপনি রাউটারের কাছে থেকে ডিভাইস ব্যবহার করেন তাহলে ফাইভ-জি প্রযুক্তিতে অনেক দ্রুতগতির ইন্টারনেট পাবেন।
বাংলাদেশের বাজারের সাধারণত ২টি ক্যাটাগরিতে অর্থাৎ সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ডের রাউটার কিনতে পাওয়া যায়। একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার সাধারণত ১ হাজার থেকে ২ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। রাউটারের দাম তুলনামূলকভাবে বেশি। যার কারণে যাদের বাজেট কম কিংবা অল্প কয়েকটি ডিভাইস ব্যবহার করেন তারা সিঙ্গেল ব্যান্ডের রাউটারই ব্যবহার করে থাকেন। কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের এপ্রিল মাস হতে বাজারে শুধু মাত্র ডুয়াল ব্যান্ডের রাউটার বিক্রি হবে।
শীতের দিনে পায়ের গোড়ালির যত্ন নিবেন কিভাবে? জানতে এখানে প্রবেশ করুন।