হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ কিভাবে এডিট করা যায় | মেসেজ লক করার সিস্টেম

- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আমরা প্রতিনিয়তই যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে থাকি। কিন্তু মেসেজ কিংবা ইমেইল ইত্যাদি যখন আমরা একবার সেন্ড করি তখন সেটি পুনরায় এডিট কিংবা সংস্করণ করার সুযোগ থাকে না। হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করার সুযোগ রয়েছে। এমনকি মেটার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ম্যাসেঞ্জারেও ঠিক একই সুবিধা পাওয়া যায়।
এব্যাপারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি ঘোষণায় বলেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করার পর ১৫ মিনিটের মধ্যে সেটি পুনরায় এডিট বা সংস্কার করা যাবে। কিন্তু এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন চলুন সেটি জেনে নেই।
হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করার নিয়ম কি
এর জন্য যে মেসেজটি আপনি পাঠিয়েছেন সেটির উপর চাপ দিয়ে ধরে থাকতে হবে। চাপ দিয়ে ধরে থাকার পর আপনার ওখানে বেশ কয়েকটি অপশন আসবে সেখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করুন।
এডিট অপশনটি সিলেক্ট করার সাথে সাথেই আপনি মেসেজটি পুনরায় নতুন করে লিখার কিংবা এডিট করার সুযোগ পাবেন। এখানে সবচাইতে বড় সুবিধা জনক দিক হচ্ছে এডিট করার আগে আপনি কি লিখেছিলেন সেগুলো আর অন্য প্রান্তের ব্যবহারকারী দেখতে পারবে না।
এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসেজ পাঠানোর ১৫ মিনিট পার হয়ে গেলে আপনি সেটি আর এডিট করার সুযোগ পাবেন না।
বর্তমানে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে আরো নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে নতুন শর্ট ভিডিও মেসেজ সুবিধা। এমনকি শোনা যাচ্ছে খুব সহজেই হোয়াটসঅ্যাপের এআই সুবিধাও যুক্ত হতে যাচ্ছে।
মেসেজ ভয়েস কল ভিডিও কল ইতাদের জন্য এটি অনেক বেশি নিরাপদ কারণ এটাই রয়েছে ইনক্রিপশন সুবিধা। এমনকি একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাই অতি ডিভাইসে লগিন হয় না বিধায় এর নিরাপত্তাও সহজে নিশ্চিত করা যায়। তবে একের অধিক মোবাইলে লকই না হলেও একটি মোবাইলে অ্যাকাউন্ট লগইন থাকা অবস্থায় কম্পিউটারের ডেস্কটপ ভার্সনে ও এটা লগইন করা যায়।
তবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই অন্য কোন ডেক্সটপে কিংবা ল্যাপটপে লগইন করা আছে কিনা সেটিও আপনি সেটিংস অপশনে গিয়ে যাচাই করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যাট লক করবেন
মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের যোগাযোগ মাধ্যম গুলিতে আরো উন্নত উন্নত ফিচারস আসছে। যারা ধারাবাহিকতায় অল্প কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার সুবিধা এসেছে। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট কয়েকটি চ্যাট আলাদাভাবে লক করে রাখতে পারবেন।
যেই ব্যক্তির সাথে চ্যাট গুলি আপনি লক করতে চান সেই ব্যক্তির নামের উপর চাপ দিয়ে ধরে রাখুন। যখন নামটি সিলেক্ট করা হয়ে যাবে তখন ডান পাশের উপরে কোনার থেকে থ্রি ডট বাটনটি নির্বাচন করুন।
থ্রি ডট বাট বাটনটি নির্বাচন করার সাথে সাথেই আপনি চ্যাট লক অপশনটি পেয়ে যাবেন। যদি আপনার ফোনের ইতিমধ্য ফিঙ্গার, প্যাটার্ন কিংবা পিন লক করা থাকে তাহলে সেটি দিয়ে লক সেট করতে হবে। আর যদি ফোনে কোন ধরনের লকিং সিস্টেম না থাকে তাহলে আপনাকে ফিংগার প্রিন্ট বা পাসওয়ার্ড ইত্যাদি যে কোন একটি বেছে নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন করতে হবে।
যেকোনো একটি চ্যাট লক করার পর আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অপশন লোক চ্যাট নামে একটি অপশন চলে আসবে। প্রতিবারই লক করা চ্যাট গুলো দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যদি আপনি পিন বা পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটি মুখস্ত করে রাখবেন। তা না হলে পরবর্তীতে যখন মেসেজ গুলি ওপেন করতে যাবেন তখন পাসওয়ার্ড না জানা থাকার কারণে করতে পারেন এবং অযথা সময় নষ্ট হতে পারে।
এভাবে হোয়াটসঅ্যাপে পাঠানোর মেসেজ এডিট করার পাশাপাশি আপনি গুরুত্বপূর্ণ মেসেজ গুলোকে আলাদাভাবে তালাবদ্ধ অবস্থায় রাখতে পারবেন। যেটি আপনার ব্যক্তিগত তথ্য নিরাপত্তাকে আরো কয়েকগুণ বেশি বাড়িয়ে দিচ্ছে।