শীতের দিনে রুম হিটারের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- আপডেট সময় : ১১:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
ইতিমধ্য সারা দেশ জুড়ে শুরু হয়েছে শীতের প্রকোপ। এ সময়ে বাসাবাড়িকে কিছুটা গরম রাখার জন্য অনেকেই ব্যবহার করে থাকেন রুম হিটার। এটির মাধ্যমে এসির মত করে রুমকে গরম রাখা যায়। এমনকি আমাদের মধ্যে রুম হিটারের ব্যবহার নিয়ে রয়েছে বেশ কিছু ভুল ধারণা। চলুন দেখে নেয়া যাক সেগুলো কি কি।
ওয়েল ফিলড রুম হিটার কি ধীরে ধীরে কাজ করে?
ওয়েল ফিলড রুম হিটার আসলে গরম হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। যার কারণে এর সুবিধা গুলো ভালোভাবে আমাদের নজরে আসে না। যেমন এই হিটারটি বন্ধ করার পরে অনেকক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম। অর্থাৎ অফ করার পরেও বেশ কিছুক্ষণ আপনার রুমের পরিবেশ গরম রাখতে পারে। যার কারণে এটি পোর্টেবল এবং অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়ী।
ইনফ্রারেড হিটার কি নিরাপদ
অনেকেই আবার এই ধরনের রুম হিটারকে অনিরাপদ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এর কারণ হচ্ছে অল্প সময়ে এটি উৎপাদন করতে পারে অনেক বেশি তাপ। তবে আধুনিক প্রযুক্তির ইনফ্রারেড হিটার গুলোতে ব্যবহার করা হয় অত্যাধুনিক সেফটি ফিচার।। যার কারণে এটি অনেক বেশি নিরাপদ এবং দারুণভাবে কার্যকর। এমনকি আগুন লাগা কিংবা পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না।
বড় রুমে কি রুম হিটার ভালোভাবে কাজ করে
অনেকেই আবার বড় রুম গুলি গরম করার জন্য ফ্যান হিটারকেই পছন্দ করে থাকেন বেশি। তবে ছোট জায়গার জন্য এটি সবচাইতে বেশি কার্যকর। যদিও ঘরের প্রতিটি কোনায় কোনায় এটি তাপ ছড়িয়ে দিতে পারে না তবুও রুমে পরিবেশ যথেষ্ট উত্তপ্ত রাখতে পারে।
সিরামিস হিটার চালানোর জন্য কি বেশি বিদ্যুতের প্রয়োজন হয়
বেশি বিদ্যুৎ খরচের জন্য বাজারের সবচাইতে বেশি দুর্নাম রয়েছে সিরামিক হিটারের। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এটার গুলোর মধ্যে সিরামিক হিটার গুলো অন্যতম। এগুলোর মধ্যেও একটি সিরামিকের পাত থাকে যেগুলো মূলত উত্তপ্ত হয় এবং তাৎ উৎপন্ন করে। এমনকি পুরো ঘর জুড়ে সমানভাবে সেই তাপমাত্রা ছুড়ে যেতে পারে। এমনকি বিদ্যুৎ খরচ অনেকটাই কম।
রুম হিটার নিয়ে অন্যান্য কিছু তথ্য
এছাড়াও বাজারে পাওয়া যায় কোয়ার্ৎজ হিটার যেগুলো অনেকেই খুব বেশি পছন্দ করেন না। তবে নির্দিষ্ট একটি জায়গাকে দ্রুত উত্তপ্ত করতে এর বেশ সুনাম রয়েছে। তবে পুরো ঘর করকে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত রাখার জন্য এটি খুব বেশি উপযোগী নয়। যদিও এটা তেমন কোন অসুবিধা নয় তবে সাধারণ ব্যবহারের জন্য এটি ভালোই।
প্যানেল হিটারও ঘরকে দ্রুত গরম করতে না পারলেও দীর্ঘ সময় ব্যবহারের জন্য এটি বেশ কার্যকরী।
অন্যান্য অসতর্কতা
বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির অনেক হিটার পাওয়া যায় যেগুলো আপনি বাসা বাড়িতে জন্য আনায়সে ব্যবহার করতে পারেন। তবে যে কোন ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা উচিত। সব সময় চেষ্টা করা প্রয়োজন এ সকল যন্ত্রপাতির সীমিত ব্যবহার করা। কেনার আগে যে কোন রুম হিটারের দাম, ওয়ারেন্টি এবং সার্ভিস সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। তাহলে একদিকে আপনি আপনার পরিবার যেমন থাকবে নিরাপদ ঠিক তেমনি ভাবে অর্থ সাশ্রয় হবে।