কিভাবে ভবিষ্যতের জন্য প্রতি মাসে টাকা জমাবেন

- আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আমরা সারাদিন পরিশ্রম করি অর্থ উপার্জন এবং প্রতিদিন সেখান থেকে চাহিদা মত খরচ করার জন্য। কিন্তু সেই অর্থ থেকে কিছু টাকা প্রতি মাসে সঞ্চয় করাও জরুরী। আর এই প্রয়োজনীয় কাজটি করার জন্য আপনার অবশ্যই টাকা জমানোর উপায় গুলি জানা থাকা দরকার। আপনি যত বেশি টাকা সেভ করতে পারবেন সেটি বিনিয়োগ করে আবার বেশি বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
এটিই হচ্ছে বড়লোক হওয়ার অন্যতম একটি পন্থা। কারণ আজকে আপনার ইনকাম প্রতি মাসে ৩০ হাজার টাকা। আপনি যদি ৫ বছর পরে এই একই টাকা উপার্জন করে তাহলে তার মানে আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন। প্রতিবছরই আপনার অর্থ উপার্জন বৃদ্ধি পাওয়া উচিত। তাহলে আপনি সবার সাথে তাল মিলিয়ে নিজেকে সমাজে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। তবে টাকা জমানোর উপায় গুলি এতটাও সহজ নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা। তবে আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলি হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রতি মাসে টাকা জমানোর উপায় কি
মাসিক বাজেট তৈরি করুন
আপনার ১ মাসে কত টাকা খরচ হয় সেটা দেখতে তালিকা তৈরি করুন। সেই তালিকা অনুযায়ী খরচ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে কিংবা অন্য কোথাও সঞ্চয়ের জন্য রেখে দিন।
আপনি যদি ও সারা মাস খরচ করার পর মাসের শেষে টাকা সঞ্চয় করতে চান তাহলে আর যাই হোক কোনদিন অর্থ সেভ করতে পারবেন না। তাই আগের সঞ্চয় পরে খরচ।
এক্ষেত্রে সবচাইতে ভালো হয় এক মাসে আপনি যত টাকা অর্থ উপার্জন করেছেন তার অন্তত ১০ থেকে ২০% সেভ করা।
বিভিন্ন ধরনের খরচ কমান
টাকা জমানোর উপায় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যয় কমানো। অপ্রয়োজনীয় জিনিসকে না অযথা বাইরে খরচ করা কিংবা মার্কেটে পছন্দসই জিনিস গুলো যত্রতত্র কেনা বাদ দেন। এ সকল জিনিসপত্র তখনই কিনবেন যখন আপনার অঢেল সম্পত্তি হবে।
আমাদের বাঙ্গালীদের কিছু অভ্যাস রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বিলাসিতা করা। কিছু টাকা হলেই আমরা ঘুরতে চলে যাই, গাড়ি কিনি, ফ্যাশনের পিছনে ব্যয় করি ইত্যাদি। কিন্তু আপনি বিভিন্ন মিলিনিয়ারদের জীবনে গবেষণা করে দেখুন তারা কখনোই অযথা কাজে অর্থ ব্যয় করেন। তাদের একটাই লক্ষ্য ছিল অর্থ উপার্জন সঞ্চয় এবং সেটির বিনিয়োগ।
আয়ের উৎস বৃদ্ধি করুন
আপনি যদি এখন চাকরি করে থাকেন তাহলে চাকরির পাশাপাশি ছোটখাট বিজনেসের টাকা ইনভেস্ট করুন। অথবা জমি ক্রয় করে সেখানে কৃষি কাজের জন্য লোক রেখে নিতে পারেন, চাইলে বাজারে আশেপাশে দোকান কিনে সেগুলো ভাড়া দিতে পারেন। এখন তো অনেক মানুষ আছে যারা কিনা চাকরির পাশাপাশি ছোটখাটো বিজনেসের দিকে মনোযোগী হচ্ছে।
আয়ের উৎসব বাড়ানোর আরো একটি অন্যতম উপায় হচ্ছে অনলাইনের অর্থ উপার্জনের চেষ্টা করা। যদিও এর জন্য দক্ষতা প্রয়োজন তবে চেষ্টা করে দেখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং ইউটিউবিং ইত্যাদি আপনি যেকোনো চাকরি পাশাপাশি করতে পারবেন।
আর সঞ্চয়ের টাকা গুলো ব্যাংকের পিছনে না রেখে জমি কিংবা অন্যান্য খাতে বিনিয়োগ করুন। এতে করে আপনার অর্থ বাড়তে থাকবে।
সবার আগে ঋণ পরিশোধ করুন
টাকা জমানোর উপায় গুলি অবলম্বন করার আগে আপনাকে অবশ্যই দিন পরিশোধ করতে হবে। কারণ ঋণের কখনোই আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু বয়ান আনা।
প্রতিদিনের ব্যয় হিসাব করুন
অর্থ উপার্জনের পাশাপাশি কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে সেটিও জানা জরুরী। এতে করে আপনি মানি ম্যানেজমেন্ট ভালোভাবে সম্পন্ন করতে পারবেন এবং যে খাতের ব্যয় আপনার কাছে হয়তো মনে হচ্ছে সেগুলো কমে ফেলুন।
নিজেকে সব সময় সন্তুষ্ট ভাববেন না
আপনি যদি কিছু টাকা উপার্জন করেন আর তাতেই সন্তুষ্ট থাকেন তাহলে আর যাই হোক আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব না। তাই অল্প সফলতা কিংবা ভালো কোন কিছু করতে পারলেই আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। এতে করে পরবর্তী পরিশ্রম এবং কাজের স্পৃহা কমে যাবে। সবসময় নিজের সাথে প্রতিযোগিতা করুন। চেষ্টা করুন আগের আপনি কে ছাড়িয়ে যাওয়ার জন্য।
ব্যাংকে অর্থ সঞ্চয় করুন
অনেক সময় বাসায় নগদ অর্থ থাকলে সেটি অনেক কাজে ব্যয় হয়ে যায়। তাই আপনার পছন্দের কোন ব্যাংকে সেভিংস কিংবা ডিপোজিট একাউন্ট করে সেখানে অর্থ সঞ্চয় করুন। এতে করে যথাযথ টাকা উঠানো সুযোগ না থাকায় আপনার ব্যয় অনেকটাই কমে যাবে।
অর্থনীতি সম্বন্ধে জানুন
আপনার যদি মনে মনে স্পৃহা থাকে ভবিষ্যতে অনেক বড় কিছু করবেন তাহলে অর্থনীতির বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা শুরু করুন। এর জন্য বিভিন্ন ধরনের ডিপ্লোমা ডিগ্রী কিংবা কোর্সও করতে পারেন। মুদ্রাস্ফীতি, বিভিন্ন পণ্যের বাজারদর, সোনার বাজার দর, ইনভেস্টমেন্ট সিস্টেম, জমির ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয় গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করুন। এতে করে যে কোন সিদ্ধান্ত যেমন সহজে নিতে পারবেন ঠিক তেমনিভাবে যেকোনো ধরনের বিনিয়োগেও প্রতারিত হবেন না।
অন্যান্য সচেতনতা
অনেক সময় অধিক মুনাফার আশায় আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে টাকা ইনভেস্ট করে থাকি। এমনকি অনেক মানুষের প্রতারণা হওয়ার খবর শোনা যায় বিভিন্ন পত্রপত্রিকায়। তাই আপনার কষ্টের উপর যত টাকা কোন জায়গায় বিনিয়োগ করার আগে ভালোভাবে খোঁজখবর নিন। টাকা জমানোর উপায় জানার পাশাপাশি এই ধরনের তথ্য গুলো জানা দরকার।