কাউকে টাকা ধার দিয়ে ফেরত না দিলে কিভাবে তুলবেন
- আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
প্রয়োজনে আমরা নানা জনের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকি। কিন্তু বিপত্তি বাদে তখনই যখন ধারের টাকা ফেরত যাওয়া হয়। অনেকেই এই দিনের অর্থ ফেরত দিতে বেশ গড়ি মসি করেন। এমনকি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও ঋণদাতা পাওনা টাকা আদায়ের অসমর্থ হন।
আবার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, অফিসের কলিগ ইত্যাদি লোকজন টাকা পয়সা নেয়ার পর লজ্জা কিংবা সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আমরা টাকা চাইতে পারি না। তাই নিজের এই সকল প্রয়োজনে কিভাবে ধারের টাকা তুলতে পারবেন সে সম্পর্কে কার্যকরী কিছু আইডিয়া জেনে নেই।
টাকা ধার দেওয়ার সময় লিখিত চুক্তি করুন
যদি বড় অ্যামাউন্টের কোন অর্থ হয়ে থাকে তাহলে ধার দেওয়ার সময় অবশ্যই লিখিত চুক্তি করা উচিত। এতে ভবিষ্যতে ঋণের অর্থ তোলা খুব বেশি সহজ হয়ে যায় এবং বাংলাদেশে লিখিত চুক্তির জন্য ঋণ পুনরুদ্ধারের প্রক্রিয়াও রয়েছে। চুক্তিপত্রে অবশ্যই ঋণের পরিমাণ পরিষদের তারিখ ইত্যাদি উল্লেখ করে রাখুন।
স্পষ্টভাবে কথা বলতে শিখুন
টাকা যদি অল্প পরিমাণের হয় যেমন ৫ হাজার কিংবা ১০ হাজার তাহলে আর চুক্তি করার প্রয়োজন পড়ে না। তবে এই অল্প টাকায় যদি তুলতে ব্যর্থ হন তাহলে কি করবেন?
এক্ষেত্রে স্পষ্ট ভাবে কথা বলতে শিখুন। আপনি যাকে টাকা ধার দিয়েছেন তাকে আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বোঝান এবং মনে করিয়ে দিন। তবে ঋণ গ্রহিতা যদি পরিশোধ করতে একেবারেই অসমর্ত হন তাহলে চাপ দিয়ে কোন ফায়দা নেই। এক্ষেত্রে ধৈর্য সহকারে অপেক্ষা করাটাই সবচাইতে উত্তম।
অল্প অল্প করে পাওনা টাকা আদায় করুন
ধরুন আপনি কাউকে ২০ হাজার টাকা ধার দিয়েছেন। কিন্তু তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে একবারে ২০ হাজার টাকা দিতে সক্ষম নয়। এক্ষেত্রে আপনি ৫ হাজার টাকা করে ৪ কিস্তিতে টাকা নিতে পারেন। অর্থাৎ পুরোটাকে একবার না নিয়ে অল্প অল্প করে নিলে আপনিও যেমন পাওনা টাকা ফেরত পাবেন তিনিও আস্তে আস্তে ভালোভাবে টাকা পরিশোধ করতে পারবেন।
কারণ মানুষ বিপদে এবং অসুবিধায় পড়ে টাকা ধার নেয়। তাই তার সমস্যা গুলো বিবেচনা করা উচিত যদি না আপনার খুব বেশি আর্থিক সমস্যা না থাকে।
টাকা ধার দিয়ে ফেরত পাওয়ার অন্যান্য উপায়
কাউকে যখন আপনি টাকা ধার হিসেবে দেবেন তখন নির্ধারিত সময় সম্পর্কে অবহিত করে দিন। এতে করে তিনিও বুঝতে পারবেন আপনার কবে নাগাদ এই টাকাটি প্রয়োজন।
তবে বর্তমান সমাজে অনেক ব্যক্তি রয়েছে যাদের কিনা ধারের টাকা প্রয়োজন না হলেও অভ্যাসবশত টাকা নিয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্য চাকরি ইত্যাদি কাজে আমাদের নানা লোকের সাথে পরিচয় হয়। এদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা অসৎ চরিত্রের। এরা অনেক সময় ধরে টাকা নিয়ে প্রতারণা করে থাকে।
হয়তোবা আপনাকে উচ্চহারে সুদ দেওয়ার প্রলোভন দেখাতে পারে। তবে কাউকে টাকা ধার দিয়ে সাহায্য করার আগে তা আর্থিক পরিস্থিতি সম্পর্কে অবশ্যই বিবেচনা করা উচিত। তার যদি সত্যিই সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে যতটুকু সম্ভব অর্থ দিয়ে সাহায্য করুন।