মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর
- আপডেট সময় : ১২:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির লটারি। মূলত সারা দেশের সরকারি এবং বেসরকারি স্কুল গুলোতে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিগত ১২ ডিসেম্বর।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৭ই ডিসেম্বর সকল ১০ টায় এই ডিজিটাল পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হবে। বিষয়টি সম্পর্কে জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর ও নিশ্চিত করেছেন উক্ত অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপরিচালক।
এর আগে ১২ ই নভেম্বর অনলাইনে মাধ্যমিক পর্যায়ের প্রতি আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল ২০২৫ সালের শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র লটারির মাধ্যমেই ধরতে সুযোগ দেয়া হবে। স্কুল গুলোতে এবার ভর্তির জন্য আবেদন ফি ছিল ১১০ টাকা।
এবারে সরকারি এবং বেসরকারি মিলে সর্বমোট আবেদন করেছেন ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন। শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোই ভর্তির জন্য আবেদন করেছে সর্বমোট ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। এমনকি প্রাইভেট স্কুল গুলোতে আবেদনের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন।
মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর
করুনার আগে এ সকল মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হত এডমিশন এক্সামের মাধ্যমে। অনলাইনে আবেদনপত্র সম্পন্ন করার পর নির্দিষ্ট তারিখে গিয়ে লিখিত পরীক্ষায় বসতে হতো। লিখিত পরীক্ষার সম্পন্ন করার পর উত্তীর্ণ এবং অপেক্ষমান শিক্ষার্থীদের মেয় তালিকা প্রকাশ করা হতো। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষার্থী ভর্তির সম্পন্ন হওয়ার পর কোন কারণে আসন ফাঁকা থাকলে অপেক্ষমান তালিকা থেকে সেগুলো পূরণ করা হতো।
করোনা কালীন সময় স্বাসবিধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বপ্রথম লটারিতে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়। যার পর থেকে এখন পর্যন্ত সেই প্রক্রিয়ায় অব্যাহত রয়েছে।
নতুন শিক্ষাবর্ষের পরিবর্তন হচ্ছে বেশ কিছু পাঠ্য বই। চলতেই শিক্ষাবর্ষে নবম এবং দশক শ্রেণীতে ছিলো নন কোন শ্রেণী বিভাজন। অর্থাৎ বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা নামে আলাদা কোন বিভাগে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হয়নি। বর্তমান অন্তর্ভুক্তিকরণ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে পুনরায় চালান হবে এ সকল বিভাগ বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সাইন্স, আর্টস, কমার্স এই ৩টি বিভাগে ভর্তি হতে পারবে।
সেই সাথে যারা ইতিমধ্যে নতুন পাঠক্রম অনুযায়ী লেখাপড়া করছে তাদের পরীক্ষা সেই বই অনুযায়ী নেয়া হবে। তবে প্রশ্ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে দিকনির্দেশনা দেয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বই গুলোতেও আনা হয়েছে রানা পরিবর্তন। এমনকি খুব শীঘ্রই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এ সকল নতুন বই।
বছরের শেষ সময় এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্টুডেন্ট ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা ও শেষ পর্যায়ের দিকে। তবে সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে লটারি ভর্তি ১২ই ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ১৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে।