আল্লু অর্জুনের পুষ্পা ২ দেখতে গিয়ে এক নারীর মৃ-ত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে

আল্লু অর্জুনের পুষ্পা ২

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি মুক্তি পেয়েছে আলু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পা ২। সেটির প্রিমিয়ারে পদদলিত হয়ে হায়দরাবাদে এক নারী মৃত্যু হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই ভারতের জনপ্রিয় তারকা অ্যাল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধুমাত্র এই নায়কের বিরুদ্ধেই নয় বরং তার সিকিউরিটি গার্ড এবং থিয়েটার কর্তৃপক্ষকেও মামলায় জড়িয়েছেন ওই নারীর পরিবার।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রস রোডসের চিক্কদ পল্লী থিয়েটারে রাত সাড়ে নয়টায় আল্লু অর্জুনের পুষ্পা ২ সিনেমার দ্বিতীয় কিস্তি পুষ্পা ২ দ্যা রুল ছবির প্রিমিয়ার ছিল। সেখানে অসংখ্য ভক্তের পাশাপাশি গিয়েছিলেন দিলশুখনগরের বাসিন্দা রেবতী (৩৫), সাথে ছিল তার ছেলে শ্রীজিৎ।

পরবর্তীতে আল্লু আর্জুন হঠাৎ করে রাত সাড়ে ১০টার সময় তার ভক্তদের সাথে দেখা করতে এসেছিলেন। তার সাথে ছিল সিকিউরিটি গার্ডও। প্রিয় এই নায়ক কে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেয়ে অনুরাগীদের মধ্যে বেশ পুরোপুরি পড়ে যায়। আর সেসময় ফিরে পদতলিত তো হয়ে মারা যান রেবতী।

মূলত প্রেক্ষাগৃহের অস্বাভাবিক ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে গিয়েছিল তারা। সেই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে তাকে দেশমুখ হাসপাতালের সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয়। শ্রীজিতকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর চিক্কদপল্লী পুলিশ স্টেশনে নায়ক আল্লু অর্জুন এবং প্রেক্ষাগৃহসহ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে রেবতির পরিবার। তাদের বক্তব্য হচ্ছে যে আল্লু আর্জুনের আগমনের কোন পূর্ব খবর দেওয়া হয়নি। এমনকি এই ধরনের পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কোন ধরনের নিরাপত্তা জনিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা উল্লেখ করেন।

আল্লু অর্জুনের Pushpa 2 the rule দেখতে গিয়ে এক নারীর মৃ-ত্যু

পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কে জানানো হয়েছে, আল্লু আর্জুন তার নিরাপত্তারসহ পুষ্পা ২ দা রুল সিনেমার প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলেন। তখন বাইরে থেকে ভক্তবৃন্দরা তার সাথে সাথে ঢোকার চেষ্টা করেছিল। ফলে মানুষের মধ্যে বেশ ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ আরো জানিয়েছেন আল্লু অর্জুনের মত এত বড় মানের তারকান নিরাপত্তা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এমনকি অভিনেতা এবং তার টিমের প্রবেশ কিংবা বের হওয়ার জন্য আলাদা কোন ব্যবস্থাও ছিল না। যার কারণে pushpa 2 the rule সিনেমার নায়ক আলু আর্জুনের সাথে দর্শকরা হলে প্রবেশ করার চেষ্টা করেন।

পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা যেন তাকে ধাক্কা মারেন।। যার কারণে পরিস্থিতির হাতের বাইরে চলে যায়।

এদিকে মৃত রেবতির স্বামী ভাস্কর সাংবাদিকদের কে জানিয়েছেন, তারা ঠিক করেছিলেন পুরো পরিবার মিলে পুস্পা ২ দা রুল সিনেমার সঠিক দেখতে যাবেন। কারণ তাদের ৯ বছরের ছেলেও এই তারকার দারুন ভক্ত। কিন্তু স্ত্রীর এই মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।

উল্লেখ্য এর আগে প্রকাশিত হয়েছিল পুষ্পা সিনেমার প্রথম পর্ব। যেটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। আল্লু আর্জুনের পাশাপাশি সেখানে আরও অভিনয় করেছেন নায়িকা রাশমিকা এবং খুলনায়কের চরিত্রের ছিলেন ফাহাদ ফজিল। পুষ্পা ২ সিনেমার মুক্তি নিয়ে ইতিমধ্য বেশ কয়েকবার তারিখ ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বারবার পিছিয়েছে মুক্তির তারিখ। অবশেষে পুষ্পা ২ দা রুল সিনেমা দর্শকদের কাছে মুক্তি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

OPXNews Stuff

OPX NEWS Stuff

আল্লু অর্জুনের পুষ্পা ২ দেখতে গিয়ে এক নারীর মৃ-ত্যু

আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি মুক্তি পেয়েছে আলু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পা ২। সেটির প্রিমিয়ারে পদদলিত হয়ে হায়দরাবাদে এক নারী মৃত্যু হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই ভারতের জনপ্রিয় তারকা অ্যাল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধুমাত্র এই নায়কের বিরুদ্ধেই নয় বরং তার সিকিউরিটি গার্ড এবং থিয়েটার কর্তৃপক্ষকেও মামলায় জড়িয়েছেন ওই নারীর পরিবার।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রস রোডসের চিক্কদ পল্লী থিয়েটারে রাত সাড়ে নয়টায় আল্লু অর্জুনের পুষ্পা ২ সিনেমার দ্বিতীয় কিস্তি পুষ্পা ২ দ্যা রুল ছবির প্রিমিয়ার ছিল। সেখানে অসংখ্য ভক্তের পাশাপাশি গিয়েছিলেন দিলশুখনগরের বাসিন্দা রেবতী (৩৫), সাথে ছিল তার ছেলে শ্রীজিৎ।

পরবর্তীতে আল্লু আর্জুন হঠাৎ করে রাত সাড়ে ১০টার সময় তার ভক্তদের সাথে দেখা করতে এসেছিলেন। তার সাথে ছিল সিকিউরিটি গার্ডও। প্রিয় এই নায়ক কে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেয়ে অনুরাগীদের মধ্যে বেশ পুরোপুরি পড়ে যায়। আর সেসময় ফিরে পদতলিত তো হয়ে মারা যান রেবতী।

মূলত প্রেক্ষাগৃহের অস্বাভাবিক ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে গিয়েছিল তারা। সেই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে তাকে দেশমুখ হাসপাতালের সঙ্গে সঙ্গে ভর্তি করানো হয়। শ্রীজিতকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর চিক্কদপল্লী পুলিশ স্টেশনে নায়ক আল্লু অর্জুন এবং প্রেক্ষাগৃহসহ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে রেবতির পরিবার। তাদের বক্তব্য হচ্ছে যে আল্লু আর্জুনের আগমনের কোন পূর্ব খবর দেওয়া হয়নি। এমনকি এই ধরনের পরিস্থিতির সামাল দেওয়ার জন্য কোন ধরনের নিরাপত্তা জনিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা উল্লেখ করেন।

আল্লু অর্জুনের Pushpa 2 the rule দেখতে গিয়ে এক নারীর মৃ-ত্যু

পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কে জানানো হয়েছে, আল্লু আর্জুন তার নিরাপত্তারসহ পুষ্পা ২ দা রুল সিনেমার প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলেন। তখন বাইরে থেকে ভক্তবৃন্দরা তার সাথে সাথে ঢোকার চেষ্টা করেছিল। ফলে মানুষের মধ্যে বেশ ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ আরো জানিয়েছেন আল্লু অর্জুনের মত এত বড় মানের তারকান নিরাপত্তা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এমনকি অভিনেতা এবং তার টিমের প্রবেশ কিংবা বের হওয়ার জন্য আলাদা কোন ব্যবস্থাও ছিল না। যার কারণে pushpa 2 the rule সিনেমার নায়ক আলু আর্জুনের সাথে দর্শকরা হলে প্রবেশ করার চেষ্টা করেন।

পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা যেন তাকে ধাক্কা মারেন।। যার কারণে পরিস্থিতির হাতের বাইরে চলে যায়।

এদিকে মৃত রেবতির স্বামী ভাস্কর সাংবাদিকদের কে জানিয়েছেন, তারা ঠিক করেছিলেন পুরো পরিবার মিলে পুস্পা ২ দা রুল সিনেমার সঠিক দেখতে যাবেন। কারণ তাদের ৯ বছরের ছেলেও এই তারকার দারুন ভক্ত। কিন্তু স্ত্রীর এই মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।

উল্লেখ্য এর আগে প্রকাশিত হয়েছিল পুষ্পা সিনেমার প্রথম পর্ব। যেটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। আল্লু আর্জুনের পাশাপাশি সেখানে আরও অভিনয় করেছেন নায়িকা রাশমিকা এবং খুলনায়কের চরিত্রের ছিলেন ফাহাদ ফজিল। পুষ্পা ২ সিনেমার মুক্তি নিয়ে ইতিমধ্য বেশ কয়েকবার তারিখ ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বারবার পিছিয়েছে মুক্তির তারিখ। অবশেষে পুষ্পা ২ দা রুল সিনেমা দর্শকদের কাছে মুক্তি পেয়েছে।