পেশকারের কাজ কি | চাকরিতে যোগদানের যোগ্যতা

- আপডেট সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
মূলত একজনের পেশকারের কাজ তাদের কর্মস্থলের উপর নির্ভর করে। আমরা সাধারণত কোর্ট বা আদালতে এই পদের লোকজনদেরকে কাজ দেখে থাকি। তবে সরকারি আদালত ছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রদান করা হয়ে থাকে। চলুন তাদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সঠিক তথ্য গুলো জেনে নেই।
পেশকারের কাজ কি
একজন পেশকার মূলত বিভিন্ন ধরনের প্রশাসনিক, আইনি এবং অন্যান্য বেশ কিছু কাজ ও দায়িত্ব পালন করে থাকে। চলুন তাদের কর্মস্থল অনুযায়ী দায়িত্ব গুলো সম্পর্কে কিছুটা ধারণা নেই।
• বিভিন্ন ধরনের নথিপত্র, আবেদনপত্র, নিবন্ধন, চিঠি, ফাইল ইত্যাদি সংরক্ষণ করতে হয় এবং সেগুলো বিতরণ করতে হয়।
• পেশকারের কর্মরত প্রতিষ্ঠানের যে সকল মিটিং, সভা, সেমিনার এবং অনুষ্ঠান গুলো হয় সেগুলোর আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা।
• প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম এবং সেগুলোর সরবরাহের তত্ত্বাবধায়ন করা।
• অন্যান্য কর্মচারীদের বেতন এবং সুযোগ-সুবিধা গুলোতে প্রদানের সহায়তা করা এমনকি অফিসের আর্থিক লেনদেন গুলি করা।
• আদালত বা কোর্টে কর্মরত একজন পেশকাররর কাজ হচ্ছে আদালতের সকল কার্যক্রমের সহায়তা করা।
• বিভিন্ন মামলার নথিপত্র গুলো তৈরি করতে হয় এবং সেগুলো সংরক্ষণও করতে হয়।
• বিচারক যখন কোন মামলার পরিপ্রেক্ষিতে রায় প্রদান করে কিংবা আদেশ দেয় সেগুলো লিপিবদ্ধ করা এবং সংরক্ষণ করা। এমন কি কিছু কিছু ক্ষেত্রে মামলার বাদী, বিবাদীদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে।
• গবেষণা, তথ্য সংগ্রহ, সামাজিক প্ল্যাটফর্ম গুলি পরিচালনা করাও তাদের কাজের অন্তর্ভুক্ত।
বাংলাদেশে পেশকাররা মূলত কোথায় কাজ করে থাকে
বিভিন্ন অফিস-আদালত, ভূমি রেকর্ড, জরিপ অফিস, রেজিস্টার অফিস, কাস্টমস অফিস, মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে পেশকাররা কাজ করে থাকে।
পেশকারের চাকরি পেতে কি কি যোগ্যতার প্রয়োজন হয়
আপনারা এখন জেনে গিয়েছেন পেশকারের কাজ কি। মূলত এই পদে যোগদান করার জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তোলনে হতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানো দক্ষ হতে হবে। কম্পিউটারের বাংলা এবং ইংরেজি টাইপিং প্রতি মিনিটে নূন্যতম ২০ করে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
সরকারি নীতিমালা এবং গ্রেড ১৬ অনুযায়ী বেতন প্রদান করা হবে ১৫ হাজার ৬৫০ টাকা। কর্মস্থল ও চাকরির বয়স অনুযায়ী এর সাথে আরও বেতন ভাতা যুক্ত হবে। সেই সাথে সরকারের নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি তো রয়েছেই।
আশা করি আপনারা পেশকারের কাজ, বেতন ভাতা এবং অন্যান্য দায়িত্ব গুলি সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পেরেছেন।