জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু

- আপডেট সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ গুলোতে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৭ই ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
যারা চূড়ান্তভাবে ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি প্রোগ্রাম, এএলএলবি প্রথম পর্ব, ডিপ্লোমা ইন জার্নালিজম, লাইব্রেরি অ্যান্ড এবং ইনফরমেশন সাইন্স এ ডিপ্লোমা, অ্যাপেরেল মার্চেন্ডাইজিং এ এমবিএ ইত্যাদি কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। এ সকল বিষয় ছাড়াও আরো বেশ কিছু সাবজেক্ট রয়েছে। যেগুলোর বিষয়ে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি ফি
আবেদন করার পর অবশ্যই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদনের ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে।
তবে কিছু কিছু বিষয় রয়েছে যেমন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স / মিউজিক / থিয়েটার স্টাডিজ / ক্রিমিনোলোজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট / ফায়ার সাইন্স এন্ড টেকনোলজি / স্পোর্টস কোচিং ইত্যাদি সাবজেক্টে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন না।
এর জন্য আগ্রহী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। উক্ত কোর্স গুলোর ভর্তি কার্যক্রম সেই সকল প্রতিষ্ঠানে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করা হয়ে থাকে। ভর্তির ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ আবেদনের যোগ্যতা গুলো যাচাই করে সেগুলো গ্রহণ করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সংক্রান্ত অনলাইনে তথ্যবলী
• প্রফেশনাল মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য অনার্স পর্যায়ের সনদ, মার্কশিটের সত্যায়িত কপি ইত্যাদি প্রয়োজন হতে পারে।
• এমনকি ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য স্নাতক পর্যায়ে ভিন্ন ভিন্ন ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে।
• যদি একই প্রতিষ্ঠান কিংবা কলেজে দুই বা ততোধিক আবেদনকারীর মেধা তালিকা একই রকম হয় তাহলে আবেদনকারীর জন্ম তারিখের নিম্নক্রম অনুসারে মেথাক্রম নির্ধারণ করা হবে। এমনটাই উল্লেখ রয়েছে যাতে রোগী বিশ্ববিদ্যালয় প্রফেশনাল মাস্টার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে।
• আবেদন করার পর এডমিশন রেজাল্টের পর্যায়ক্রমে প্রথম মেরিট লিস্ট, কোটার তালিকা এবং রিলিজ স্লিপ এর মাধ্যমে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
• ফরম পূরণের সময় অবশ্যই ছবির মাপ হবে ১২০/১৫০ পিক্সেল। সেই সাথে ছবির সর্বোচ্চ সাইজ হবে ৫০ কিলোবাইট।
• সকল ধরনের তথ্য দিয়ে আবেদন ফরম সম্পন্ন করার পর সেটি একটি সাদা অফসেট কাগজের কালার প্রিন্ট করে নিতে হবে।
তাছাড়া প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি ফি প্রদান না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবিও অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। কোন ধরনের ভুল তথ্য এবং প্রতারণায় আশ্রয় করলে কর্তৃপক্ষ প্রার্থীতা বাতিল করতে পারে।