নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে কি করবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে

নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা জামাতে কিংবা বাসায় যখন নামাজ পড়ে থাকি তখন অনেক সময়ই মাথা থেকে টুপি খুলে যায়। এমতাবস্থায় কি করা উচিত কিংবা ইসলামের নির্দেশনা কে সে সম্পর্কে অনেকে জানেন না। আজকের এই আলোচনাটির মাধ্যমে চলুন সে বিষয়ে জেনে নেই।

যদি নামাজের মধ্য ওর মাথা থেকে টুপি পড়ে যায় তাহলে সেটি উঠাতে গিয়ে আমলে কাসির বা বেশি কাজের জন্য নামাজ ভেঙ্গে যেতে পারে। ফুকাহায়ে কেরামগণের মতে আমলে কাসির হচ্ছে এমন সকল আচরণ যেগুলো নামাজের মধ্যে করলে মনে হয় না সেই ব্যক্তি নামাজের অবস্থায় রয়েছে। সাধারণত নামাজের মধ্যে আমলে কাসির হলে সেটি ভেঙে যায়।

অর্থাৎ নামাজ পড়ছেন এবং এর মধ্যেই এমন কোন কাজ করছেন যেটা দেখে অন্য কেউ মনে করছে না যে আপনি নামাজের মধ্যে রয়েছেন। এ ধরনের আমলকেই বলা হয় আমলে কাসির।

নামাজের মধ্য টুপি পড়ে গেলে সেটি উঠাতে যদি কেউ দুই হাত ব্যবহার করে অথবা এমন ভাবে টুপি-টি পরিধান করে যেন তাকে দেখে দেখে মনে হয় না যে সে নামাজ পড়ছে তাহলে আমলে কাসির হবে। এ কারণে নামাজ ভেঙ্গে যাবে। তাই এভাবে টুপি না উঠানোই উত্তম।

নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে কি করবেন

এমনকি দাড়ানো কিংবা রুকু অবস্থায় যদি মাথা থেকে টুপি পড়ে যায় কিংবা খুলে যায় তাহলে সেটি উঠানোর চেষ্টা করা থেকে বিরত রাখতে হবে নিজেকে। কারণ দাঁড়ানো বা রুকু অবস্থায় আমলে কাসির করলে টুপি উঠানোর প্রয়োজন নেই। এই আমলটি যুগ যুগ ধরে সকল মুসলমানদের মধ্যে চলে আসছে।

মুসলমানদের জন্য নামাজ আদায় করার সময় টুপি পরিধান করা একটি সুন্নত। কিন্তু এটি অপরিহার্য কিংবা ওয়াজিব কাজ নয়। তার মানে হচ্ছে টুপি ছাড়াও কারো নামাজ আদায় হয়ে যাবে। তবে অলসতা কিংবা কোনো রকম কারণ ছাড়াই মাথায় টুপি পরিধান করে নামাজ না পড়া মাকরূহ এবং অপছন্দনীয় কাজ। তাইতো প্রতিটি মুসলমান সর্বাবস্থায় মাথায় টুপি পরিধান করে থাকে। কিন্তু নামাজের মধ্যে এটি পড়ে গেলে অতি জরুরী নয় যে আমলে কাসির করে এটিকে আবার মাথায় পরিধান করতে হবে।

নামাজ পড়ার সময় এ ধরনের অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই হয়ে থাকে। তবে সেজদা কিংবা বসা অবস্থায় যদি টুপি একহাতে উঠিয়ে নিতে পারেন তাহলে সেটি করা যায়। তা না হলে মাথাখোলা অবস্থাতেই নামাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। (খুলাসাতুল ফতোয়া ১/১৩০, ফতোহায়ে হিন্দিয়া: ১/১০৮)

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের খবর জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

OPXNews Stuff

OPX NEWS Stuff

নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে কি করবেন

আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আমরা জামাতে কিংবা বাসায় যখন নামাজ পড়ে থাকি তখন অনেক সময়ই মাথা থেকে টুপি খুলে যায়। এমতাবস্থায় কি করা উচিত কিংবা ইসলামের নির্দেশনা কে সে সম্পর্কে অনেকে জানেন না। আজকের এই আলোচনাটির মাধ্যমে চলুন সে বিষয়ে জেনে নেই।

যদি নামাজের মধ্য ওর মাথা থেকে টুপি পড়ে যায় তাহলে সেটি উঠাতে গিয়ে আমলে কাসির বা বেশি কাজের জন্য নামাজ ভেঙ্গে যেতে পারে। ফুকাহায়ে কেরামগণের মতে আমলে কাসির হচ্ছে এমন সকল আচরণ যেগুলো নামাজের মধ্যে করলে মনে হয় না সেই ব্যক্তি নামাজের অবস্থায় রয়েছে। সাধারণত নামাজের মধ্যে আমলে কাসির হলে সেটি ভেঙে যায়।

অর্থাৎ নামাজ পড়ছেন এবং এর মধ্যেই এমন কোন কাজ করছেন যেটা দেখে অন্য কেউ মনে করছে না যে আপনি নামাজের মধ্যে রয়েছেন। এ ধরনের আমলকেই বলা হয় আমলে কাসির।

নামাজের মধ্য টুপি পড়ে গেলে সেটি উঠাতে যদি কেউ দুই হাত ব্যবহার করে অথবা এমন ভাবে টুপি-টি পরিধান করে যেন তাকে দেখে দেখে মনে হয় না যে সে নামাজ পড়ছে তাহলে আমলে কাসির হবে। এ কারণে নামাজ ভেঙ্গে যাবে। তাই এভাবে টুপি না উঠানোই উত্তম।

নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে কি করবেন

এমনকি দাড়ানো কিংবা রুকু অবস্থায় যদি মাথা থেকে টুপি পড়ে যায় কিংবা খুলে যায় তাহলে সেটি উঠানোর চেষ্টা করা থেকে বিরত রাখতে হবে নিজেকে। কারণ দাঁড়ানো বা রুকু অবস্থায় আমলে কাসির করলে টুপি উঠানোর প্রয়োজন নেই। এই আমলটি যুগ যুগ ধরে সকল মুসলমানদের মধ্যে চলে আসছে।

মুসলমানদের জন্য নামাজ আদায় করার সময় টুপি পরিধান করা একটি সুন্নত। কিন্তু এটি অপরিহার্য কিংবা ওয়াজিব কাজ নয়। তার মানে হচ্ছে টুপি ছাড়াও কারো নামাজ আদায় হয়ে যাবে। তবে অলসতা কিংবা কোনো রকম কারণ ছাড়াই মাথায় টুপি পরিধান করে নামাজ না পড়া মাকরূহ এবং অপছন্দনীয় কাজ। তাইতো প্রতিটি মুসলমান সর্বাবস্থায় মাথায় টুপি পরিধান করে থাকে। কিন্তু নামাজের মধ্যে এটি পড়ে গেলে অতি জরুরী নয় যে আমলে কাসির করে এটিকে আবার মাথায় পরিধান করতে হবে।

নামাজ পড়ার সময় এ ধরনের অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই হয়ে থাকে। তবে সেজদা কিংবা বসা অবস্থায় যদি টুপি একহাতে উঠিয়ে নিতে পারেন তাহলে সেটি করা যায়। তা না হলে মাথাখোলা অবস্থাতেই নামাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। (খুলাসাতুল ফতোয়া ১/১৩০, ফতোহায়ে হিন্দিয়া: ১/১০৮)

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের খবর জানতে এখানে প্রবেশ করুন।