নাকের বাঁকা হাড়ের চিকিৎসা পদ্ধতি ও খরচ
- আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
কোন কারণে যদি আমাদের নাকের হাড় বাঁকা হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যেতে পারে। এর চিকিৎসা পদ্ধতি থেকে বলা হয় রাইনো প্লাস্টি। এর কারণে অতিরিক্ত হাঁচি হওয়া, সর্দি লাগা, শ্বাসকষ্ট ইত্যাদি অসুখ-বিসুখ দেখা যায়। থেকে এ কারণে নাকের বাঁকা হাড়ের অপারেশন করা অত্যন্ত প্রয়োজনীয়।
রাইনোপ্লাস্টি মূলত হচ্ছে এমন একটি অপারেশন পদ্ধতি যার মাধ্যমে নাকের বাঁকা হাড়কে সোজা করা হয় কিংবা সংশোধন করা হয়। আপনি যদি এ সমস্যায় ভুগে থাকেন তাহলে এর খুঁটিনাটি বিষয় ও অপারেশনের খরচ সম্পর্কে জেনে নিন।
নাকের বাঁকা হাড় ঠিক করতে কত টাকা প্রয়োজন হয়
আপনি যদি বেসরকারি বা প্রাইভেট হাসপাতাল থেকে অপারেশন করতে চান তাহলে মোটামুটি ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে। তবে আপনার পরিচিত কিংবা হাসপাতাল ভেদে খরচের পরিমাণ কিছুটা কম এবং বেশিও হতে পারে। আর সরকারি হাসপাতাল গুলোতে এই অপারেশন করতে খরচ হতে পারে ১০ হাজার টাকার মত। এটিও সময় বেঁধে নির্ভর করে।
তবে প্রাইভেট কিংবা সরকারি যেখান থেকে চিকিৎসা করেন না কেন অবশ্যই সার্জনের দক্ষতা, অ্যানেস্থেসিয়া, অপারেশন পরবর্তী ট্রিটমেন্ট গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।
সবকিছু ভালোভাবে জানার পর প্রায় ৫০ হাজার টাকার মধ্যে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে।
কোন কারণে নাকের হাড় বাঁকা হলে কি কি অসুবিধা হতে পারে
নাক আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এর মাধ্যমে আমরা প্রকৃতি হতে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই-অক্সাইড ত্যাগ করি। যদি কোন কারণে এই শ্বাস-প্রশ্বাসের ব্যাখা করে তাহলে আমাদের জন্য বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তাই এই অঙ্গের যেকোনো সমস্যা আমাদের পুরো জীবনের উপরে প্রভাব ফেলবে সেটাই স্বাভাবিক। এই কারণে নিম্নোক্ত সমস্যা গুলো হতে পারে:
• আক্রান্ত রোগীর নিশ্বাস নিতে কষ্ট হতে পারে
• মাঝে মাঝে মাথা ব্যথা এবং মাথায় প্রচন্ড চাপ অনুভব হতে পারে।
• সর্দি লাগার প্রবণতা বৃদ্ধি পেতে পারে
• যেকোনো ধরনের শব্দে কানে তালা লাগার মত মনে হতে পারে
• এমনকি ক্ষেত্রে বিশেষ রোগীর গলার স্বরও পরিবর্তন হয়ে থাকে।
উপরের তো সমস্যা গুলো ছাড়াও এর আগে আক্রান্ত ব্যক্তির ঘ্রাণ নেওয়ার অনুভূতি হারানো এবং ইনফেকশন সহ নাক দিয়ে রক্ত পড়ার মত গুরুত্ব উপসর্গ দেখা দেয়। তাই আপনি যখনই বুঝতে পারবেন নাকে হাড় বাঁকা হয়ে গিয়েছে ঠিক তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। অপারেশন কিংবা সঠিক চিকিৎসা গ্রহণ করতে যত বেশি দেরি করবেন সমস্যা ভবিষ্যতে তত বেশি বৃদ্ধি পেতে পারে।
আর প্রাথমিক অবস্থায় যদি আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন তাহলে সঠিক মাত্র ওষুধ সেবন কর তা ঠিক করা যায়। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন সার্জারি করা।
আবার অনেকেই সার্জারি বা অপারেশন নিয়ে হয়ে থাকেন। কিন্তু বাস্তব কথা হলো এটি খুব বেশি জটিল অপারেশন নয়।।
আবার অনেকেই রয়েছেন যারা কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী, প্রতিরক্ষা বাহিনী ইত্যাদি সরকারি চাকরিতে যোগদান করতে চান। তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই আগে চিকিৎসা করে নিতে হবে। তা না হলে পরবর্তীতে মেডিকেল পর্বে গিয়ে বাদ হতে পারেন।
নাকের বাঁকা হওয়ার অপারেশনের খরচ অবশ্যই সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা ক্লিনিক হতে আগে থেকেই জেনে নেবেন। এমনকি এই খরচের মধ্যেও তারা কি কি প্রোভাইড করবে সেটাও জেনে নেওয়া জরুরি। এতে করে আপনি যেকোনো ধরনের প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন।