ওয়ালটন সহ অন্যান্য কোম্পানির মশা মারার ব্যাটের দাম
- আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
শীতের দিনে মশার উপদ্রব সাধারণত বেশি থাকে। কিন্তু কয়েলের অপকারিতার কথা চিন্তা করে অনেকেই এটি ব্যবহার করতে চান না। তাইতো মশা মারার ব্যাটের দাম জেনে সেটা কিনতে আগ্রহী হয়ে থাকেন অনেকেই। এতে করে যেমনে ভাবে আগুন ধরানোর ঝামেলা নেই ঠিক তেমনি ভাবে ধোঁয়াতেও হয় না কোন সমস্যা।
কারণ মাঝে মাঝেই কয়েলের আগুন থেকে বিভিন্ন বড় বড় দুর্ঘটনা ঘটার খবর পাওয়া যায়। আর যদি আপনার বাসায় ছোট ছোট বাচ্চা বা শিশু থাকে তাহলে তো এটি আরো বেশি ঝুঁকিপূর্ণ। আবার বাজারের নকল কয়েল গুলিতে মশা তো দূর হয়ই না বরং ঘর জুড়ে তৈরি হয় ধোঁয়ার।
এদিক থেকে মশা মারার ব্যাট অনেক সুবিধা জনক। মুহূর্তের মধ্যেই রুমের সব মশা দূর করে দেওয়া যায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশা মারার ব্যাটের পাওয়া যায়। তার মধ্যে ওয়ালটন, ভিশন ইত্যাদি বেশ জনপ্রিয়। চলুন আজকে জেনে নেই কোন কোম্পানির মশা মারার ব্যাটের দাম কত টাকা।
ওয়ালটন মশা মারার ব্যাটের দাম ২০২৫
WMBT – 001 মডেলের একটি ওয়ালটন মশা মারার ব্যাট বাজারে পাওয়া যায়। এতে রয়েছে ৫ ভোল্টের একটি ডিসি ব্যাটারি যেটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা। এমনকি মোবাইলের ব্যবহৃত চার্জার অর্থাৎ মাইক্রো ইউএসবি দিয়ে এটা চার্জ করতে পারবেন। ফুল চার্জে একটানা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং ঘরের মশা গুলো দূর করতে পারবেন।
বর্তমানে বাজারে এটি পাওয়া যাচ্ছে ৮৫০ টাকায়।
ভিশন মশা মারার ব্যাটের দাম
বাজারে এই ব্র্যান্ডের ২টি মশা মারার ব্যাট পাওয়া যায়। যেগুলোর দাম ৫২০ টাকা এবং ৫১০ টাকা। তবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাট কিনার ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট চলছে। সেক্ষেত্রে আপনি প্রায় ৪৫০ টাকায় ব্যাটটি পেয়ে যাবেন।
এতে আছে ৬০০ মিলি আম্পিয়ারের ডিসি ব্যাটারি। সেই সাথে থাকছে একটি led লাইট যেটা দ্বারা রাতের বেলাও মশা খুঁজে খুঁজে দূর করতে পারবেন। এমনকি ভিন্ন ভিন্ন ২টি কালারের পেয়ে যাবেন ভিশনের মশা মারার ব্যাট।
বাজারের অন্যান্য মশা মারার ব্যাটের দাম
উপরের দুইটি জনপ্রিয় প্রতিষ্ঠান ছাড়াও আরো বিভিন্ন কোম্পানির ব্যাট পাওয়া যায় যেগুলো বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে। যার মধ্যে রয়েছে Weidasi, Sunmoon, Superstar ইত্যাদি। প্রায় সব গুলো ইলেকট্রিক এই পণ্যটির তেই একই ধরনের ফিচার রয়েছে। চার্জিং সিস্টেম, ব্যাটারি ইত্যাদি।
এমনকি দামের দিক থেকেও আপনি মোটামুটি ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে যে কোন কোম্পানির ভালো মানের মশা মারার ব্যাট পেয়ে যাবেন।
অন্যান্য সচেতনতা
যেহেতু এটিও এক ধরনের ইলেকট্রনিকস ডিভাইস তাই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যাটারি চালিত এবং বিদ্যুতের মাধ্যমে চার্জিং সিস্টেম থাকে শিশুদের হাতের নাগালের বাইরে রাখা জরুরী। এছাড়াও এটা দিয়ে যখন মশা দূর করবেন তখনও বাচ্চাদেরকে দূরে রাখুন। এতে করে যেকোন ভাবে ইলেকট্রিক শক লেগে যেতে পারে। আশা করি মশা মারার ব্যাটের দাম সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। তবে কেনার আগে এটার কোন গ্যারান্টি কিংবা সার্ভিসিং ওয়ারেন্টি আছে কিনা সেটি ভালোভাবে জেনে নিন। এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।