মোবাইল কভার হলুদ হয়ে গেলে সেটি সাদা করার পদ্ধতি জেনে নিন
- আপডেট সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
যেকোনো নতুন স্মার্টফোন কিংবা মোবাইল কেনার পর আমরা সবার আগে একটি সুন্দর কভার কিনে থাকি। কিন্তু যদি সাদা রঙের হয় তাহলে মোবাইলের কভার হলুদ হয়ে যায়। এমন সমস্যার মধ্যেও আমরা কম বেশি সকলেই পড়েছি। আর বেশ কিছুদিন ব্যবহার করলে সেটির রং এমন হয়ে যায় যে মনে হয় না এটি কোনদিন সাদা রঙের ছিলো।
বেশিরভাগ মানুষই কবার হলুদ হয়ে যাওয়ার পর সেটি পরিবর্তন করে ফেলে। কিন্তু বাসায় বসে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করেই মোবাইলের হলুদ কভার কে পুনরায় সাদা করতে পারবেন।
মোবাইলের কভার হলুদ থেকে সাদা করবেন কিভাবে
১। বেকিং সোডা
স্বচ্ছ ফোন কভার গুলি হলুদ হয়ে গেলে বেকিং সোডার মাধ্যমে এটি পুনরায় সাদা করতে পারবেন। এর জন্য কভারটি মোবাইল হতে খুলে একটি নরম কাপড়ের উপরে রাখুন। তারপর সেটির উপরে বেশ কিছুদিন বেকিং সোডা ছড়িয়ে দিন। এভাবে কিছুক্ষণ রেখে একটি টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। দেখবেন হলদে ভাব একদমই চলে গিয়েছে। তারপর সেটি ভালোভাবে শুকিয়ে পুনরায় মোবাইলে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।
২। ভিনেগারের সাহায্যে
দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা ভিনেগার ব্যবহার করি। মোবাইলের স্বচ্ছ সাদা কভারটি পরিষ্কার করার জন্য এটি ভিনেগারের সম্পূর্ণ ডুবিয়ে দিন। তারপর টেস্টের ওপরে ২ থেকে ৩ চামচ বেকিং সোডা ঢেলে দিন। এতে পাত্রে কিছু পরিমাণে ফেনা তৈরি হবে এবং ২ ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। দেখবেন স্বচ্ছ হলুদ কভারটি একদম সাদা হয়ে গিয়েছে।
এছাড়াও বিভিন্ন ধরনের ডিম সোপ ব্যবহার করেও এ ধরনের মোবাইল পরিষ্কার করা যায়। এজন্য আপনাকে কিছু পরিমাণে পানি গরম করতে হবে। তারপর সেই গরম পানিতে যেকোনো ধরনের ডিশ সোপ মিশিয়ে ফেনা তৈরি করুন। তারপর মোবাইলটি পানিতে ভিজে নিন খেয়াল রাখবেন পানি যেন বেশি গরম না হয়। যদি পানি বেশি গরম হয়ে যায় তাহলে কভার নষ্ট হয়ে যাবে কিংবা সংকুচিত হয়ে যেতে পারে।
অথবা একটি নরম টুথব্রাশ দিয়ে সেই ফেনাযুক্ত পানি নিয়ে কেসটি ভালোভাবে ঘসে পরিস্কার করুন। এভাবে সকল ময়লা গুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং হলুদ কভারটি ও সাদা হয়ে যাবে।
মোবাইলের কভার হলুদ হয়ে যাওয়া একটি সাধারন সমস্যা। আপনি যদি অন্য রঙের যেমন কালো, লাল, নীল, বেগুনি ইত্যাদি কালারের কভার কিনেন তাহলে সেগুলোর রং খুব সহজে নষ্ট হয় না। কিন্তু সাদা কেস গুলো নরম এবং হালকা থাকায় এগুলোতে ময়লা লেগে রং পরিবর্তন হয়ে যায়। হাতে টেবিলে বিছানায় এটা দিয়ে স্থানে রেখে ব্যবহার করা হয় তাই এদের গায়ে অনেক জীবাণু লেগে যায়। কিছুদিন পর পর এভাবে পরিষ্কার করলে জীবণু গুলোও দূর হয়ে যায়।
ওয়ালটন সহ অন্যান্য কোম্পানির মশা মারার ব্যাটের দাম জানতে এখানে প্রবেশ করুন।