মিজানুর রহমান আজহারীর মাহফিলের কয়েক লক্ষ মানুষের ঢল

- আপডেট সময় : ১১:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা এবং আলেম মিজানুর রহমান আজহারীর মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। এমনকি অতিরিক্ত মানুষের কারণে আশেপাশের ২ কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারনেট ব্যবস্থা। কক্সবাজারের পেকুয়ায় উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা।
মাহফিল মিজানুর রহমান আজহারী আসার খবরে জড় মানুষের। পরবর্তীতে মাহফিলে যোগ দেওয়ার জন্য বিকেলে হেলিকপ্টারে করে সেখানে উপস্থিত হন। এমনকি মিজানুর রহমান আজহারী আসার উপলক্ষে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে। ঐদিন অবশ্য সকাল ১০ টা থেকে শুরু হয়েছিল তাফসীরুল কুরআন মাহফিল।
এদিকে সুশৃংখলভাবে ওয়াজ মাহফিল গুলো সম্পন্ন করার জন্য অনুরোধ করেছেন এই ইসলামিক বক্তা। এমন কি স্টেজে যাওয়ার এবং ফেরার পথে ভিড় না করার জন্য। এমনটি জানিয়েছেন ২৮ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ হতে। তিনি কক্সবাজারের পেকুয়ায় সম্পন্ন হওয়া প্রোগ্রামের কথা বললেন। উল্লেখ করেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলা স্টেজে উঠতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল। এমনকি মাহফিল শেষ হতেও একই অবস্থা। যদি এভাবেই সব জায়গায় ভিউ লেগে থাকে তাহলে হয়তো বা বড় বড় পাবলিক অনুষ্ঠান গুলোতে তার পক্ষে যোগদান করা সম্ভব হবে না।
মিজানুর রহমান আজহারীর মাহফিলের কয়েক লক্ষ মানুষের ঢল
মিজানুর রহমান আজহারী আরো উল্লেখ করেন আমি কুরআনের একজন নগণ্য ছাত্র এবং আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি আরও একটু ইনসান করুন। ২০১৯-২০ সালের দিকেও তিনি এ ধরনের ভীড় সামলাতে গিয়ে কিছুটা আহত হয়েছিলেন।
প্রতিটি প্রোগ্রামের সাধারণত মূল স্টেজের বাইরে বড় বড় এলইডি স্ক্রিন থাকে অনুষ্ঠান গুলোকে ভালোভাবে দেখার জন্য। তিনি অনুরোধ করেছেন সরাসরি স্টেজে না দেখতে পেলে পাশের এই স্ক্রিন গুলো থেকে দেখার জন্য। এমনকি ভালোভাবে যেন প্রবেশ করতে পারেন এবং বের হতে পারেন অর্থাৎ সেইফ এক্সিটের জন্য আয়োজকদের সব দিকনির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।
মিজানুর রহমান আজহারী ফেসবুক স্ট্যাটাসে আরো লেখেন অতি আবেগ হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। যারা মহান আল্লাহ তায়ালার কোরআন ভালোবাসেন অর্থাৎ কোরআন প্রেমীরা স্মার্ট এসব পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এছাড়াও তিনি আরো কিছু ধর্মপ্রাণ মুসলমানদের ভাইদের সাথে শেয়ার করেন।
লেখা বাংলাদেশের জনপ্রিয় এই আলেম বেশ কিছু বছর যাবত মালয়েশিয়ায় বসবাস করছেন। জুলাই আগস্টের গণ অভ্যূথানের পর তিনি একবার বাংলাদেশের ভ্রমণ করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন এখন থেকে বিভিন্ন অনুষ্ঠান এবং মাহফিলে তিনি যোগদান করবেন। যারা ধারাবাহিকতায় দীর্ঘদিনের বিরতিতে এবারই প্রথম কক্সবাজারের মাহফিলে উপস্থিত হয়েছিলেন।