মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হলো

- আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
প্রকাশিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। আসছে বছরের ১৭ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর ডেন্টালের ভর্তি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
গত ৩০ অক্টোবর বুধবার এই বিষয়টি জানিয়েছেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ মহিউদ্দীন মাতুব্বর। তিনি জানান ১৭ জানুয়ারি থেকে নীতিগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে ডেন্টাল কোর্সের ভর্তি পরীক্ষাও পরবর্তী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির ২৮ তারিখে নেওয়া হবে।
তবে এর আগে ১৪ই ফেব্রুয়ারি বিডিএসের পরীক্ষা নেওয়ার কথা হলেও সেটি পরিবর্তন করা হয়েছে। কারণ ঐদিন হতে পারে পবিত্র শবে বরাত। একুশে ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এ সকল কারণে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে ২৮ ফেব্রুয়ারি ব্যাচেলার অফ ডেন্টাল এন্ড সার্জারির পরীক্ষা নেওয়া হবে।
সারা বাংলাদেশে মোট ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। যার মধ্যে মন আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ৩৮০ টি। বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৭ টি। যার সবগুলোতে মোট আসন সংখ্যা হচ্ছে ৬ হাজার ২৯৫ টি।
প্রতিবছরই সরকারি এবং বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা একসাথে নিয়ে নেওয়া হয়ে থাকে। পরীক্ষার ধাপ গুলো শেষ করার পরে মেধা তালিকার ভিত্তিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের সুযোগ প্রদান করা হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হলো (Medical Admissin Exam)
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দের বিষয় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই এমবিবিএস ভর্তি। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে। যদিও অন্যান্য বিষয়ের চাইতে একজন ডাক্তারকে জীবনের দীর্ঘ সময় লেখাপড়া এবং গবেষণার মধ্যে থাকতে হয়। তবুও মানুষের সরাসরি সেবা করার সুযোগ থাকার কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে সবচাইতে পছন্দের বিষয় এটি।
এমনকি প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে বেশ উচ্ছ্বাসও দেখা যায়। কিন্তু সীমিত আসন সংখ্যার কারণে সবাই এ সুযোগ হয়তো পায় না। এমবিবিএস কোর্স ছাড়াও ডেন্টাল, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সাবজেক্টও অনেকের পছন্দ। এ সকল বিষয় থেকে লেখাপড়া করে অনেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায় এবং ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে কর্মক্ষেত্রে যোগদান করে। আবার অনেকেই আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশেই ক্যারিয়ার শুরু করে।
চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হতে পারে বলেই অনেকেই ধারণা করছেন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে।। জুলাই গণ আন্দোলনের কারণে বেশ কয়েকবার পরীক্ষার স্থগিত হয় এবং পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষা গুলির স্থগিত করে সাবজেক্ট ম্যাপিংয়ে রেজাল্ট প্রদান করা হয়।
যার পর থেকেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অফিস বা বিজনেসের কাজে মনোযোগ বাড়ানোর উপায় জানতে এখানে প্রবেশ করুন।