দেবের খাদান সিনেমা দেখার উপায় কি
- আপডেট সময় : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের খাদান সিনেমা। আজকে আমি এই সিনেমাটির অন্যান্য আপডেট এবং খাদান সিনেমা ডাউনলোড করা সম্পর্কে আলোচনা করব। মুক্তির পর থেকে দর্শকদের মনে ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল তা কি সত্যিই পূরণ করতে পেরেছে?
মোটামুটি গল্পের অংশটুকু বাদ দিলে এটি পয়সা উসুল সিনেমায় সেটি দর্শকরাই মত প্রকাশ করেছে। তবে অনেকে বলছেন গল্প হয়তবা আরও উন্নত হতে পারতো। শুধুমাত্র কলকাতার দর্শকই নয় বরং বাংলার প্রতিটা মানুষের চাহিদার কথা বিবেচনা করে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে নাচ, গান, ড্রামা, দর্শকের চোখ জুড়ানো একশন ইত্যাদি। এখন কি অনেকেই মতবাদ প্রকাশ করছে যে বলিউড এবং দক্ষিণের সিনেমা পাশাপাশি বাংলা সিনেমাও এখন অনেক বেশি এগিয়ে গিয়েছে। আর দেবের অভিনয় সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। আগের সকল অভিনয়কে তিনি যেন ছাড়িয়ে গিয়েছেন।
khadaan movie download করা যায় তার সম্পর্কে জানার আগে চলুন এর গল্প এবং দর্শকের মতামত গুলি সম্পর্কে আরো কিছু তথ্য জানা নেই। দেবের সাথে এই খাদান মুভিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। শুটিং করার সময় চরিত্রকে ভালোভাবে ফুটে তোলার জন্য একটি দৃশ্য পারফেক্ট ভাবে ধারন করার জন্য ৫০ থেকে ৫৫ বার সিগারেটের ধরিয়েছিলেন এই অভিনেতা। মোট কথা সিনেমা দেখার সময় তার উপর থেকে চোখ সরানো যায়নি।
সাধারণত কলকাতা সিনেমা গুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম কিংবা সামাজিক সম্পর্কিত হয়ে থাকে। এই ধাঁচের ছবি খুব কমই তৈরি করা হয়। তাই দর্শকরাও এটিকে খুবই ভালোভাবে নিয়েছেন। এমনকি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। যার অভিনয়েে ভক্ত অসংখ্য দর্শক। নায়িকা হিসেবে ছিলেন দেবের সাথে ইধিকা। যাদের রসায়ন বেশ ফাটাফাটি ছিলো।
এখনকার সিনেমা গুলোতে মূলত টুইস্ট নির্ভর। সেরকম কিছু রয়েছে যেতে এই খাদান সিনেমাতে। মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এটি।
খাদান সিনেমা ডাউনলোড করা যাবে কোথা থেকে (khadaan movie download)
আপনারা গুগলে khadaan movie download লিখে সার্চ করলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা ইন্টারনেট খরচ করে নামিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে দেখতে পারবেন সিনেমাটি।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ভুয়া ওয়েবসাইট রয়েছে যেগুলো এই সিনেমাটির ডাউনলোড করার কথা বললেও সেখানে আসলে কিন্তু সিনেমাটি নেই। আপনি যদি বিশ্বস্ত কিংবা জনপ্রিয় কোন ওয়েবসাইট দেখতে পান তবেই সেখান থেকে খাদান সিনেমার ডাউনলোড করা যেতে পারে। তবে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার কারণে যত্রতত্র ওয়েবসাইটে প্রবেশ করা উচিত নয়। এতে করে খাদান সিনেমা ডাউনলোড করতে গিয়ে প্রতারক কিংবা সমস্যার সম্মুখীন হতে পারেন।
যেহেতু এটি পুরোপুরি নতুন সিনেমা তাই বিভিন্ন অটিটি প্লাটফর্মেও এখন পর্যন্ত মুক্তি পায়নি। অর্থাৎ মুভিটি ভালো প্রিন্টে গেলে আপনাকে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। আর যদি অনেক হাই রেজুলেশনের প্রিন্টে ঘরে বসে দেখতে চান তাহলে আরো কিছুদিন অপেক্ষা করেই খাদান সিনেমা ডাউনলোড করা উচিত।