অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করবেন কিভাবে
- আপডেট সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণে অনেকেই বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে থাকেন। ছেলে এবং মেয়ে উভয়ের এই ধরনের দেখা যেতে পারে। তবে অকালে চুল পেকে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বংশগত সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, খাদ্যাভ্যাস মেলানিনের অপর্যাপ্ততা ইত্যাদি।
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চুল পেকে যাওয়া দূর করা যায়। অনেকে হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কোন কার্যকরী সমাধান পাচ্ছে না। আজকে আমি বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী কিছু সমাধান উপস্থাপন করব। যার ফলে আপনার চুল কাটার সমস্যা সহজেই দূর হতে পারে।
পেঁয়াজের রসের ব্যবহার
প্রাচীনকাল থেকে চুলের যত্নে পেঁয়াজের রসের ব্যবহার ব্যাপক। কারণ পেঁয়াজের থাকা বিশেষ কিছু এমন টাইম আমাদের সাদা হওয়া থেকে রক্ষা করে। এমনকি যাদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি উপকারী।
এর জন্য পেয়াজ ছেঁচে নিয়ে তার রস চুলের গোড়ায় নিয়মিত লাগাতে হবে। এভাবে সপ্তাহে ২ থেকে ৩বার ব্যবহার করলেই মিলবে উপকার।
রং চা এর ব্যবহার
চুল পেকে যাওয়া সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে রং চা। এমনকি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এর জন্য এক কাপ রং চা তৈরি করে তারপর এটা সেটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর চুলের দিয়ে অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
চুল পাকা দূর করতে মেহেদী পাতার ব্যবহার
রূপচর্চায় মেহেদী পাতার বিকল্প খুব কমই রয়েছে। চুলের যত্নে কথা তো আর নতুন করে বলার কিছু নেই।।
প্রথমে কিছু পরিমাণে মেহেদি পাতা ভালোভাবে বেটে নিয়ে সেটের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে দিতে হবে। এভাবে অন্তত ১ ঘন্টা কিংবা তার চাইতে বেশি সময় রেখে ধুয়ে ফেলতে হবে।
সকালে চুল পেকে যাওয়া দূর করতে আরো কিছু কার্যকরী সমাধান
• পুষ্টিগুণ সমৃদ্ধ আমলকি যেমন আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো ঠিক তেমনি ভাবে চুলের যত্নেও এর উপকার রয়েছে। এটি প্রাকৃতিকভাবে আমাদের চুলের মেলানিন বৃদ্ধি করতে সহায়তা করে।
এর জন্য আমলকি রসের সাথে সামান্য পরিমাণে নারিকেল তেল মিশিয়ে নিয়ে হালকা গরম করতে হবে। তারপর সেই কুসুম কুসুম গরম তেল মাথায় ১৫ মিনিট ধরে মেসেজ করে এক ঘন্টা কিংবা তার অধিক সময় রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেললেই হবে।। এভাবে সপ্তাহে অন্তত ২ থেকে ৩বার ব্যবহার করুন।
• আমাদের দৈনন্দিন জীবনের সবচাইতে বেশি যে শব্দটি আমরা খেয়ে থাকি সেটি হচ্ছে আলু। আপনি আলুর খোসা দিয়ে চুল পেকে যাওয়ার সমস্যার দূর করতে পারবেন। আপনি নিশ্চয়ই রয়েছেন এই শব্দটিতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ। আমাদের চুল পাকার সমস্যা সমাধান করতে ব্যাপকভাবে কার্যকরী।
পাকা চুল দূর করতে প্রথমে আলুর খোসা গুলো নিয়ে ফুটন্ত পানিতে গরম করতে হবে। পাঁচ মিনিট গরম করার পর চুলার আগুন বন্ধ করে দিয়ে বাতিলের অবশিষ্ট পানি ঠান্ডা করতে হবে। তারপর সেখান থেকে আলুর খোসা গুলো ছেঁকে নিয়ে পানিটি দিতে হবে। ৫ মিনিট মাথায় পানি দেওয়ার পর হালকা গরম পানি দিয়ে চলাফেরা করতে হবে।
এভাবে সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করলেই পাকা চুল দূর হয়ে যাবে।