সরকারি কলেজে অনার্সের ভর্তির যোগ্যতা কি

- আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কাঙ্খিত পাবলিক, প্রাইভেট ইত্যাদি ইউনিভার্সিটি ছাড়া অনেকেরই আকাঙ্ক্ষা থাকে সরকারি কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য। কিন্তু এ সকল কলেজের চান্স পেতে কত পয়েন্ট লাগে এবং আর কি কি যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয় সে সম্পর্কে জানেন না অনেকেই।
আপনি যদি এই সকল ইনফরমেশন গুলো জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। আমি আজকে সরকারি কলেজে অনার্সে ভর্তির যোগ্যতা এবং এর সম্পর্কিত সকল বিষয় দিয়ে আলোচনা করব।
সরকারি কলেজে অনার্স ভর্তির শুরু হবে কবে থেকে
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এ ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ও সম্পন্ন হবে। আশা করা যাচ্ছে এর মধ্যে বিভিন্ন সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।
সরকারি কলেজে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়
• এসএসসি রেজিস্ট্রেশন কার্ড
• এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড
• SSC ও HSC এর এডমিট কার্ড
• রঙিন ছবি স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের
• অনলাইনে ভর্তির আবেদনের কাগজ
• এসএসসি ও এইচএসসি মার্কশিট
• শিক্ষার্থীর জন্ম নিবন্ধন
উপরিক্ত কাগজ গুলো অবশ্যই গুছিয়ে রাখা প্রয়োজন। কারণ সরকারি কলেজে অনার্সে ভর্তির জন্য এগুলো অবশ্যই প্রয়োজন হয়। চূড়ান্তভাবে যখন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে তখন মূল কপি জমা প্রদান করতে হবে। সেই সাথে কয়েক কপি ফটোকপিও যাওয়া হয়ে থাকে। তবে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর সেখানে জানা যাবে খুঁটিনাটি বিষয়াদি সম্পর্কে। মূলত প্রত্যেকটি কাগজেরই দুটি করে ফটোকপি লাগে।
সরকারি কলেজে অনার্সে ভর্তির যোগ্যতা কি
ভর্তির যোগ্যতার মূলত নির্ভর করে কলেজ ডিপার্টমেন্ট ইত্যাদির ওপর। কারণ জেলা শহর কিংবা ঢাকার মধ্যে সরকারি কলেজ গুলোতে চান্স পাওয়ার জন্য একটি বেশি পয়েন্টের প্রয়োজন হয়।
আর মফস্বল এরিয়ার কলেজ গুলোতে চান্স পাওয়ার জন্য তুলনামূলকভাবে কম পয়েন্ট দরকার হয়। আবার ডিপার্টমেন্ট ভেদেও এর কিছু পার্থক্য রয়েছে। সেগুলো সম্পর্কেও আলোচনা করা হলো।
মানবিক বিভাগের জন্য
জেলা শহর কিংবা বিভাগীয় শহরের সরকারি কলেজ গুলোতে ভর্তি হওয়ার জন্য মানবিক বিভাগ থেকে নূন্যতম এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৮.৫ পয়েন্ট প্রয়োজন হয়। এসএসসি ও এইচএসসি মার্ক যত ভালো হয় তত ভাল সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে।
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য
কমার্স কিংবা বিজনেস শাখার জন্য সরকারি কলেজ গুলোতে ভর্তি হওয়ার জন্য নূন্যতম ৮.৫০ জিপিএ প্রয়োজন হয়। এই পয়েন্টে মূলত এসএসসি ও এইচএসসির জিপিএ এর যোগফল।
বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি
মোটামুটি এসএসসি ও এইচএসসি জিপির যোগফল ৮ পয়েন্ট হলে বিজ্ঞান বিভাগ গুলোতে ভর্তি হওয়া যায়।
পয়েন্ট গুলি বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রযোজ্য। তবে যেকোন শাখা থেকেই এসএসসি এবং এইচএসসি জিপি এর মোট ৬.২০ কিংবা ৬.৫০ হলে সহজেই ভর্তি হওয়া যায়।
এখন আপনারা ভাবতে পারেন সরকারি কলেজে অনার্স ভর্তি হওয়ার জন্য মানবিক বিভাগ থেকে বেশি পয়েন্টের কেন প্রয়োজন। এর উত্তর হচ্ছে সাধারণত আর্টস ডিপার্টমেন্ট থেকে সবচাইতে বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করা থেকে এবং এদের পয়েন্ট বেশি থাকে। সাধারণত এসএসসি কিংবা এইচএসসি তে সাইন্স ডিপার্টমেন্ট থেকে পাস করা শিক্ষার্থীর চাইতে মানবিক ডিপার্টমেন্ট থেকে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। এমনকি এদের বেশিরভাগের রেজাল্টও বেশ ভালো হয়ে থাকে।
আবার বেসরকারি কলেজগুলোতে অনার্সের খরচ অনেক। তাই সকল শিক্ষার্থীদেরই লক্ষ্য থেকে প্রথমে সরকারি কলেজ গুলোতে এডমিশন নেওয়ার। আর এজন্যই প্রাইভেট কলেজগুলোতে জিপি এর যোগ্যতা কিংবা শর্তগুলো অনেকটা কম থাকে।
বাংলাদেশের সেরা সরকারি কলেজে অনার্স ভর্তি
বাংলাদেশের জনপ্রিয় কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন রাজশাহী কলেজ, তিতুমীর কলেজ, টঙ্গী কলেজ, সরকারি সাদাত কলেজ ইত্যাদি। এ সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগু ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য নূন্যতম ৯ পয়েন্ট প্রয়োজন। কারণ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এ সকল কলেজ। এর মধ্যে আরও রয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ।
অন্যান্য তথ্য
বাংলাদেশে অনেক জনপ্রিয় প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে ভর্তি হতেও SSC এবং HS এর জিপি এর যোগফল ৮ অথবা ৯ প্রয়োজন হয়। আমাকে মনে করেন শুধুমাত্র যথেষ্ট অর্থ ব্যয় করতে পারলে প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হওয়া উচিত। কিন্তু এই ধারণাটিও সম্পূর্ণ সঠিক নয়। যদি SSC এবং HSC দুটোতে A+ বা গোল্ডেন A প্লাস থাকে তাহলে টিউশন ফি প্রায় সম্পূর্ণ হয় স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ বাড়তি কোন অর্ধই খরচ হয় না। তাইতো পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা পছন্দের সাবজেক্টে চান্স না পাওয়ার পর অনেক মেধাবী শিক্ষার্থীরা এই সকল প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকে।
তার পাশাপাশি সরকারি কলেজ গুলোর প্রতিও আগ্রহ থাকে। সুন্দর পরিবেশ, অসাধারণ শিক্ষা ব্যবস্থা এবং নানা সুবিধাও রয়েছে এ ধরনের কলেজ গুলোতে। এমনকি প্রায় সকল গভর্মেন্ট কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো সরকারি কলেজে অনার্স ভর্তির যোগ্যতা কত।