গুগল ম্যাপের আকর্ষণীয় কিছু ফিচার জেনে নিন
- আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
স্মার্টফোনের অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ হলো গুগল ম্যাপ। মোবাইলের পাশাপাশি ল্যাপটপ কিংবা ডেক্সটপেও ওয়েবসাইটের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। মূলত যে কোন স্থানে পৌঁছানোর জন্য সঠিক রাস্তা, দূরত্ব ইত্যাদি দেখা যায় এই গুগল ম্যাপের মাধ্যমে।
এমনকি সে রাস্তায় কোন ট্রাফিক জ্যাম আছে কিনা কিংবা কতক্ষণ ট্রফিকে আটকে থাকা হতে পারে সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে দেয় গুগলের তৈরি এই আকর্ষণীয় সিস্টেমটি। এগুলো ছাড়াও গুগল ম্যাপের আকর্ষণীয় আরো কিছু ফিচার রয়েছে। যেগুলো আপনার দৈনন্দিন জীবনে চলার পথকে আরো বেশি সহজ করে দিতে পারে। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজের বর্তমান অবস্থান সম্পর্কে জানা
ধরুন আপনি গাড়িতে করে কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু জানেন না কোথায় আছেন। তখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করে গুগল ম্যাপে প্রবেশ করুন। সেখানে ডানপাশে কোনায় একটি জিপিএসের মতো দেখতে একটি বোতাম পাবেন। সেটাতে চাপ দিলে আপনি ঠিক কোন এলাকায় বর্তমানে অবস্থান করেছেন তা দেখতে পারবেন। তবে এর জন্য আপনার মোবাইলে অবশ্যই লোকেশন সিস্টেম চালু থাকতে হবে।
আপনার গন্তব্যস্থলে কিভাবে পৌঁছাবেন সে সম্পর্কে জানান
এটি গুগল ম্যাপের ফিচার গুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। আপনি ম্যাপে প্রবেশ করলেই তীর চিহ্নের মত একটি বোতাম পাবেন। সেখানে চাপ দিলে আপনার বর্তমান লোকেশন এবং আপনি কোথায় যেতে চান সেই দুটি স্থান সেট করতে বলবে। বর্তমান স্থান থেকে আপনার কাঙ্খিত জায়গা নির্বাচন করতে দিলেই সেই জায়গার দূরত্ব যেতে কতক্ষণ সময় লাগবে, রাস্তায় কোন ট্রাফিক জ্যাম আছে কিনা ইত্যাদি সম্পর্কে আপনাকে অবহিত করবে গুগল ম্যাপ।
এমনকি আপনি সরাসরি কোন অফিস, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি স্থানও নির্বাচন করতে পারবেন।
গুগল ম্যাপের আরও কিছু আকর্ষণীয় ফিচার
আপনি চাইলেই আপনার বাসার লোকেশন, অফিসের লোকেশন কিংবা অন্য কোন স্থান গুগল ম্যাপে সেভ করে রাখতে পারবেন। এতে করে পরবর্তীতে দূরত্ব কিংবা ট্রাফিক জ্যাম সম্পর্কে আপডেট পাওয়ার জন্য ঝামেলা অনেকটাই কমে যাবে। তখন শুধুমাত্র নামে নির্বাচন করলেই হবে।
বিভিন্ন ভাবে ম্যাপ দেখা
গুগল ম্যাপে মানচিত্র দেখার জন্য বেশ কয়েকটি মোড রয়েছে। যার মধ্যে রয়েছে স্যাটেলাইট, সাইক্লিং, পাবলিক ট্রানজিট, ট্রাফিক ইত্যাদি। এমনকি আপনি থ্রিডি ভিউতে রাস্তাও দেখতে পারবেন। স্যাটেলাইট ভিউতে যদি আপনি এই ম্যাপ ব্যবহার করেন তাহলে আশেপাশের সকল ধরনের সবুজ গাছ, পুকুর, স্থাপনা ইত্যাদি ছবির মত করে দেখতে পারবেন। এটি দেখতে খুবই আকর্ষণীয়।
আর যদি আপনি গুগল আর্থ ফিউচারটি ব্যবহার করেন তাহলে মনে হবে যেন আপনি সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। আশেপাশের বিল্ডিং দোকানপাট ইত্যাদিও এটির মাধ্যমে দেখা যায়। অর্থাৎ রাস্তা চিনতে আপনার আর কোন ভুল হবেই না।
তথ্য প্রযুক্তির যত উন্নতি হচ্ছে মানুষের জীবন যাপন তত সহজ হচ্ছে। আগেকার দিনে কোন একটি ঠিকানা খুঁজে বের করার জন্য মানুষের কাছে জিজ্ঞাসা করতে হতো। যার কারণে মাঝে মাঝে রাস্তা চিনতে ভুল হতো এবং আমাদের নষ্ট হতো অনেক সময়। কিন্তু বর্তমানে গুগল ম্যাপের ফিচার গুলোর কল্যাণে আমরা যে কোন স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে খবর নিতে পারি।
হঠাৎ করে দাঁতের ব্যথা হলে দূর করবেন কিভাবে? জানতে এখানে প্রবেশ করুন।