৪ শতাংশ হারে পোশাক শ্রমিকদের ইনক্রিমেন্ট বাড়ালো সরকার
- আপডেট সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
সম্প্রতি গার্মেন্টস বা প্রশাক শিল্পের সাধারণ শ্রমিকদের ইনক্রিমেন্ট ৫% এর সাথে আরো যুক্ত হলো ৪%। এমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়। এমনকি ডিসেম্বর মাসেই তারা এই বাড়তি বেতন পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এ ব্যাপারে উক্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ এম শাখাওয়াত হোসেন সাংবাদিকদের কে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পোশাক খেতের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে ৯%। এরমধ্যে ৫% হচ্ছে ন্যূনতম মজুরি যেটি এদের মধ্য প্রতি বছর বাড়ানো হয়। এমনকি এর সাথে আরো ৪% ইনক্রিমেন্ট দিতেও সম্মত হয়েছে মালিক এবং শ্রমিক পক্ষ। এমন কি ডিসেম্বরের সাথে এই বাড়তি বেতন তারা পাবেন বলে জানানো হয়েছে।
৪ শতাংশ হারে পোশাক শ্রমিকদের ইনক্রিমেন্ট বাড়ালো সরকার
গত ৯ ডিসেম্বর সোমবার ২০২৪ তারিখে সন্ধ্যার দিকে সচিবালয় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনায় এ সম্পর্কে তথ্য জানান শ্রম ও উপদেষ্টা সাখাওয়াত হোসেন। পোশাক কারখানা সম্পর্কে তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নয় এছাড়া বাইরের থেকেও তৈরি পোশাক নিয়ে বেশ ষড়যন্ত্র হচ্ছে। এমনকি দেশের বিভিন্ন সংবাদপত্র এটিও প্রচলিত হচ্ছে যে বাংলাদেশ থেকে ক্রেতাদের সরিয়ে আনার এখনই সময়। পোশাক শ্রমিকদের না বুঝে আন্দোলন করার ব্যাপারেও তিনি উল্লেখ করেন। এমনকি অনেক জায়গা থেকে উস্কানি আসে বলে তিনি ধারণা করেন।
ডিসেম্বর মাসে এবার যাদের বার্ষিক ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা ৯% বাড়তি বেতনই পাবেন। আর যাদের ডিসেম্বরে বেতন বৃদ্ধির কথা নয় তারা পাবেন ৪ পার্সেন্ট। পরবর্তী সময়ে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এই নিয়ম এই বাড়তি বেতন পেতে থাকবেন।
বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে পোশাক শিল্প বা গার্মেন্টস কারখানা। লক্ষ লক্ষ নারী পুরুষ এই সেক্টর গুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। ঢাকা-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বর্তমানে সিলেটের হবিগঞ্জ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের পোশাক কারখানা। সারা বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে রয়েছে যথেষ্ট সুনাম। আমেরিকা, চীন, জাপান, কোরিয়ারসহ পৃথিবীর অনেক দেশেই রপ্তানি হয় এই ধরনের তৈরি পোশাক।
বিগত বেশ কিছুদিন ধরে এই বেতন বৃদ্ধির সময় বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা। এমনকি কত সেপ্টেম্বরেও সরকারের মালিক এবং শ্রমিক পক্ষের অনুষ্ঠিত সভায় ১৮টি দাবি নির্ধারণ করা হয়েছিল। যেখানে উল্লেখিত ছিল বাড়তি বেতনের বিষয়ে। চলতি বছরে ডিসেম্বর থেকেই পোশাক শিল্পের শ্রমিকদের ইনক্রিমেন্ট ৯ শতাংশ এবং যাদের ইনক্রিমেন্টের সময় হয়নি তারা পাবেন ৪%।