সত্যিই কি ইলন মাস্ক ঢাকায় আসছেন
- আপডেট সময় : ০১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের। নতুন বছরের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে বৈশ্বিক বিনিয়োগকারীদের একটি জমকানো অনুষ্ঠান। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে এই সম্মেলনে ঢাকায় আসছেন ইলন মাস্ক। এমনকি দায়িত্বশীল বেশ কিছু সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী বর্তমান সরকার। ইতিমধ্য বিশ্ব বিখ্যাত এই ধনী ব্যাক্তির জৈষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা হতে ঘুরে গিয়েছেন।
চলতি সময়ে অর্থনীতির ইতিহাসে ইলন মাস্ক বেশ নজির স্থাপন করেছেন। এমনকি ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হতে পেরেছেন। তার এই অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে অবদান রয়েছে কোম্পানি টেসলা এবং স্পেস এক্সের বাজার বৃদ্ধি।
ঢাকায় ইলন মাস্ক আসছেন এ ব্যাপারে একাধিক কূটনৈতিক এবং সরকারি সূত্র সাংবাদিকদের জানিয়েছেন যে এপ্রিলের প্রথম ভাগে হতে পারে সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে একদিন দিনের সুচি এবং অতিথিদের তালিকার প্রস্তাব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্মেলন সূচি যাতে কোনো কারণে বিঘ্নিত না হয় তার জন্য আগেভাগে থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
আর এই অনুষ্ঠানের মূল দায়িত্বে থাকছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। এটি হতে চলেছে বিগত ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলন। অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম ভাগে।
সত্যিই কি ইলন মাস্ক ঢাকায় আসছেন
সূত্রটির মাধ্যমে আরো জানা গিয়েছে যে ঢাকার এই সম্মেলনের তালিকায় রয়েছেন বিশ্বের সকল নামিদামি ধনী ব্যক্তিরা। ইলন মাস্কের পাশাপাশি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকেও তালিকায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে। মূলত বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণে বিশ্বের এই শীর্ষ ধনী ব্যাক্তিদের কাছে টানার চেষ্টা চলছে। আর তাদের আমন্ত্রণ এবং কাছে টানার জন্য ড. মুহাম্মদ ইউনুসের গুড অফিস ব্যবহারের চিন্তা রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের।
সম্প্রতি ইলন মাস্কের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি তার সাথে যুক্ত হয়েছে বেশ রাজনৈতিক বিষয়াদিও। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পাশে থেকে সরাসরি রাজনীতি যুক্ত ছিলেন। এমন কিছুই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের এআই নীতি নির্ধারক কমিটিতেও যুক্ত হয়েছেন এলন মাস্কের সহযোগী শ্রীরাম কৃষ্ণাণ।
বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের নানা কারণেই সকল সবসময়ই মিডিয়ার আলোচনার শেষে থাকেন। এমনকি এক সময় কারো জন্য প্রিয় সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম টুইটার কিনে নেওয়ার পর তিনি এর নাম পরিবর্তন করে বেশ আলোচনার জন্য দিয়েছিলেন। তবে সত্যিই ইলন মাস্ক ঢাকায় আসছেন কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।