অর্থনীতি বিষয়ে লেখাপড়া করে কেমন ক্যারিয়ার গড়া যায়
- আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
উচ্চ মাধ্যমিক পার হওয়ার পর বিশ্ববিদ্যালয় ভর্তির সময় আমাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খায়, সেটি হচ্ছে কোন বিষয় নিয়ে আমি লেখাপড়া সম্পন্ন করব। আপনারা নিশ্চয়ই অর্থনীতি বিষয় লেখাপড়া করে ভবিষ্যতে কি করতে পারবেন এ নিয়েও ভেবেছেন। অনেকেই আবার মনে করে থাকেন ইকোনোমিক্স নিয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর অর্থনীতিবিদ হওয়া যায়।
আপনাকে আগেই বলে রাখি যে কোন Economics নিয়ে পড়াশোনা করলে এর কর্ম ক্ষেত্রে মোটেই ছোট নয়। বরং আপনি বিশাল একটি জগৎ পাবেন যেখানে অনেক কিছুই করার সুযোগ রয়েছে।
অর্থনীতি বিষয়ে লেখাপড়া করলে কি কি বিষয়ে দক্ষ হওয়া যায়
যখন আপনি পড়াশোনা করার জন্য একটি সাবজেক্ট বাছাই করবেন তখন জানতে হবে সে সাবজেক্টে পড়াশোনা করলে কি কি বিষয়ে দক্ষ হওয়া যায়। ভবিষ্যৎ কারিয়া নির্বাচনে এটি খুবই গুরুত্বপূর্ণ।
কেউ যদি অর্থনীতিতে লেখাপড়া করে তাহলে তার মধ্যে যৌক্তিক চিন্তা করার ক্ষমতা তৈরি হয়।
আবার এটি একটি গাণিতিক বিষয়। অর্থনীতিতে প্রচুর পরিসংখ্যান বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল এবং নানা ধরনের গনিত রয়েছে। আর যারা গণিতের দক্ষ হয় তারা সাধারণভাবেই বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের দক্ষতা অর্জন করে।
এছাড়াও বিশ্ব অর্থনীতি, বিশ্লেষণিক ক্ষমতা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে জ্ঞান ইত্যাদি তো জানা যায়।
অর্থনীতির সাথে সরাসরি সম্পর্কিত কিছু খাত হলো
• ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান
• বিভিন্ন ধরনের এনজিও প্রতিষ্ঠান
• অর্থনৈতিক গবেষণা
• বিনিয়োগ
• শেয়ার বাজার
এ সকল খাত গুলো ইকোনমিক্স বিষয়ের সাথে সরাসরি জড়িত। আপনি চাইলে এই পজিশন গুলোতে কাজ করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা এনালিস্ট, আর্থিক পরিকল্পনাকারী, হিসাব রক্ষক, ইনভেস্টমেন্ট এনালিস্ট ইত্যাদি পদে যোগদান করতে পারেন।
আবার আপনি চাইলে শিক্ষক কিংবা গবেষক হতে পারেন। তবে বিশেষায়িত চাকরি গুলোতে প্রবেশ করতে চাইলে অর্থনীতি বিষয়ে লেখাপড়া ছাড়াও আপনাকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে।
অর্থনীতি করে ক্যারিয়ার গড়তে চাইলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত
• সবার আগে আপনি নির্ধারণ করুন কোন খাতে ক্যারিয়ার গড়তে চান। তারপর লেখাপড়ার পাশাপাশি সেই সেক্টর গুলো সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করুন।
• আপনি যেই ধরনের কর্মক্ষেত্র গুলোতে যোগদান করতে চান সেগুলো বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেটিও খোঁজ খবর নিতে হবে। তা না হলে আপনি উচ্চশিক্ষা কিংবা দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন। তবে এর জন্য অর্থনৈতিক বিষয়ে জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে।
• আপনি যদি সরকারি স্কুল, কলেজের শিক্ষক হতে চান তাহলে আলাদাভাবে প্রিপারেশনও প্রয়োজন রয়েছে।
জ্ঞানী গুণীরা বলে থাকেন যার যে বিষয়ে ভালো লাগে সেটিতেই পড়াশোনা করা উচিত। এতে করে সে ভবিষ্যৎ কাজে কখনই বিরক্ত অনুভব করবেন না। আপনার যদি আর্থিক হিসাব, বিনিয়োগ, বাজেট, ইত্যাদি বিষয় গুলি ভালো লেগে থাকে তাহলে অর্থনীতি বিষয় লেখাপড়া করে ক্যারিয়ার গড়তে পারেন।