ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া কত ২০২৫

- আপডেট সময় : ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ভ্রমণ করার জন্য বাংলাদেশিদের মধ্য সবচাইতে বিখ্যাত জায়গা হচ্ছে কক্সবাজার। দীর্ঘ সমুদ্র সৈকত, মনোরম প্রাকৃতিক দৃশ্য, সামুদ্রিক খাবার ইত্যাদি উপভোগ করার জন্য প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে। আবার যারা রাজধানীর ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে চান তাদের জন্য ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া কত সেটি জানা জরুরী। কারণ হচ্ছে আপনি যদি বাসে কিংবা ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করতে না চান তাহলে ট্রেনিং উপযোগী যানবাহন।
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া কত ২০২৫
অনেকেই আছেন যারা দীর্ঘসময় ভ্রমণের জন্য বাস কিংবা প্রাইভেটকারকে পছন্দ করে থাকেন না। এতে বমি করা, মাথা ঘোরানো এটাতে সমস্যা হয়ে থাকে। ঢাকা থেকে ২০২৪ সালে চালু হওয়া আন্তঃনগর ট্রেনের ভাড়ার বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত। যেটি বিভিন্ন যাত্রীদের তাদেরকে আর্থিক সামর্থ্য অনুযায়ী ভ্রমণ করার সুযোগ দেয়। আর ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া নির্ভর করে আপনি আসলে কি ধরনের ট্রেনে এবং কোন ক্যাটাগরিতে ভ্রমণ করতে চান।
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া: মেইল ট্রেন
• সর্বনিম্ন ভাড়া: ১২৫ টাকা আর সর্বোচ্চ ভাড়া ১৭০ টাকা
আন্তঃনগর ট্রেনের ভাড়া
• শোভন সিট সিটের ভাড়া ৪২০ টাকা
• শোভন চেয়ারের বাড়া বর্তমানে ৫০৫ টাকা
• প্রথম সিটের ভাড়া বর্তমানে ৬৭০ টাকা
• ফার্স্ট বার্থ সিটের ভাড়া ১০০০ টাকা
• স্নিগ্ধা সিটের ভাড়া বর্তমানে ৯৬১ টাকা
• এসি সিটের ভাড়া ১১৫০ টাকা
• এসি বার্থ কেবিনের ভাড়া ১ হাজার ৭২৫ টাকা
অর্থাৎ আপনি সর্বনিম্ন ৪২০ টাকা থেকে শুরু করে ১৭২৫ টাকা পর্যন্ত যেকোনো মূল্যে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট কিনতে পারবেন। দামের এই তালিকাটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত। তাই ভ্রমণের সময় অবশ্যই টিকেট ক্রয় করে তারপর ভ্রমন করবেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী (dhaka to cox’s bazar train)
ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া আজ জানার সাথে সাথে সময়সূচী জনপ্রিয় অত্যন্ত জরুরী। বর্তমানে বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো নির্ধারিত সময়ে কমলাপুর রেলস্টেশন হতে কক্সবাজারের উত্তরে ছেড়ে যায়।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়
• কমলাপুর রেলস্টেশন থেকে রাত ১০ঃ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং ভোর ৭:২০ মিটিনে কক্সবাজার পৌঁছায়।
• আরো একটি ট্রেন যেটি কি না সকাল ৬:১৫ মিনিটে ঢাকা থেকে রওনা দেয় এবং বিকেল ৩:০০ টায় কক্সবাজার গিয়ে পৌঁছায়।
কক্সবাজার থেকে ঢাকা ফেরত আসার ট্রেনের সময়
• কক্সবাজার থেকে দুপুর ১২ঃ৩০ মিনিটে রওনা দেয় এবং ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায় রাত ৯ টা ১০ মিনিটে।
• কক্সবাজার থেকে রাত ৮:০০ টায় রওনা দেয় এবং ঢাকা এসে পৌঁছায় ভোর ৪:৩০ মিনিটে।
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভ্রমণের অন্যান্য তথ্যাবলী (dhaka to cox’s bazar train)
বর্তমানে রেলের মাধ্যমে ভ্রমণ করা খুবই সহজ এবং আরামদায়ক। সরাসরি গন্তব্যে পৌঁছানো যায় বলে সময় অনেক কম লাগে এবং যাত্রাতেও তেমন কোনো বিড়াম্বনা পোহাতে হয় না। তবে বিভিন্ন সময় ক্রসিং কিংবা রেলস্টেশনে বেশ দেরি হতে পারে। তবে বাস বা বিমানের তুলনায় এটি অত্যন্ত সাশ্রয়ী। যারা বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজন নিয়ে দীর্ঘ পথ ভ্রমণ করতে চান এবং হাতে যথেষ্ট সময় আছে তারা পরিবহনের বাহন হিসেবে রেল মাধ্যম পছন্দ করতে পারেন।
ইতিমধ্য ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া সম্পর্কে আপনারা জেনে গিয়েছেন। বর্তমানে উপরের দুইটা সময় ছাড়া আরো কয়েকটি ট্রেন চালু করার প্রস্তাব করা হয়েছে। যেটি করা হলে এই রুটে ভ্রমণকারীদের জন্য আরও সুবিধা জনক হবে। আর ট্রেনের সময়সূচি করতে পক্ষ যে কোনো সময় পরিবর্তন করতে পারে। তাই টিকেট কাটার আগে আপনি এ ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিয়ে নিবেন।
ট্রেন ভ্রমণের সুবিধা কি কি
• ট্রেন ভ্রমন অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ
• বাস প্রাইভেট কার কিংবা বিমানের তুলনায় ট্রেনের টিকেট ক্রয় করতে অনেক কম টাকা লাগে।
• অনেক ক্ষেত্রে বাসের চাইতে ভ্রমণের সময় অনেক কম লাগে।
• ভ্রমণের সময় আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।
• বাস কিংবা প্রাইভেট কারোর উপরের মত এত বেশি ঝাকি নেই।
কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র
যারা ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া জানতে চান তাদের মূল উদ্দেশ্য থাকে কক্সবাজার গিয়ে ভ্রমণ করা এবং কয়েকদিন সেখানে থাকা। বাংলাদেশ সহ সারা বিশ্বের জনপ্রিয় এই সমুদ্র সৈকতে দেখার মত অনেক দর্শনীয় স্থান রয়েছে। যার মত আছে:
• বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত
• হিমছড়ির পাহাড় জলপ্রপাত
• সমুদ্র সৈকত
• বিখ্যাত আদালগগঞ্জ এবং সেন্ট মার্টিন দ্বীপ
• চিড়িয়াখানা
তাছাড়া বিখ্যাত রাম মন্দির যেটা কিনা ঐতিহাসিক এবং ধর্মীয় একটি নিদর্শন। আপনি চাইলে যে কোন মৌসুমে কক্সবাজার যেতে পারেন। তবে শীতের সময় গুলোতে এখানে ভীড় সবচাইতে বেশি থাকে। এছাড়া বন্ধের দিনগুলোতেও হোটেল এবং সি-বিচে অনেক পর্যটক থাকে।
আপনি যদি ভিড় পরিহার করতে চান তাহলে শীতের শেষে অথবা শীত শুরু হওয়ার আগেই ভ্রমণ করতে পারেন। তখন কিছুটা গরম থাকে কিন্তু মানুষের কোলাহল অনেক কম থাকে।
আমাদের শেষ কথা
আপনি ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া জানার পর অবশ্যই অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করতে পারবেন। তবে ভ্রমণের তারিখ হতে কয়েকদিন আগেই এই টিকিট বুকিং করে রাখা উচিত। সেই সাথে সংবাদমাধ্যমে দেখে নিবেন আগামী কয়েক দিনের আবহাওয়ার অবস্থা কি থাকবে। আর কক্সবাজার গেলে অবশ্যই সি-ফুডের টেস্ট নিতে ভুলবেন না।