নতুন শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ | থাকছে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

- আপডেট সময় : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সরকারি এবং বেসরকারি ডেন্টাল কলেজ গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবেন। এবারের সেশনে দ্বিতীয়বার পরীক্ষার জন্য ৩ নম্বর কর্তন করা হবে। অন্যান্য বারের মতো এবারও পাস নম্বর হচ্ছে ৪০।
বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল কর্তৃত প্রণীত এই নীতিমালায় আরো বেশ কিছু শর্তে উল্লেখ করা হয়েছে। আগুনের শিক্ষার্থীরা ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন আগামী ২৯ ডিসেম্বর থেকে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে।
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের যোগ্যতা
• অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীকে অবশ্যই ২০২৩ অথবা ২০১৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং ২০২১ সালে এসেসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যারা ২০২১ সালের আগে এইচএসসি বা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
• SSC কিংবা HS উভয় পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। সেই সাথে এ লেভেল বা এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থাকতে হবে। দুই পরীক্ষার জিপিএ এর যোগফল কমপক্ষে ৯ হতে হবে।
• আর যারা উপজাতি কিংবা পার্বত্য জেলার কোটা হতে আবেদন করবেন তাদেরকে ও লেভেল এবং এ লেভেল বা সমমান পরীক্ষার জিপির যোগফল ৮ হতে হবে। কিন্তু যদি আলাদাভাবে কোন পরীক্ষার জিপিএ ৩.৫ এর নিচে হয় তাহলে তিনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সিলেবাস
বরাবরের মত এবারও ডেন্টাল ভর্তি পরীক্ষা এইচএসসি কিংবা সমান পরীক্ষার সিলেবাসের অনুযায়ী অনুষ্ঠিত করা হবে। লিখিত অংশে মোট ১০০ নম্বর থাকে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে। বিষয় ভিত্তিক নম্বর বন্টন নিম্নে উল্লেখ করা হলো।
• জীববিজ্ঞান ৩০
• রসায়ন ২৫
• পদার্থবিজ্ঞান ২০
• ইংরেজি ১৫
• সাধারণ জ্ঞান ১০
মোট পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ১ ঘন্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। যদি কেউ পরীক্ষায় মোট ৪০ নম্বরের কম পায় তাহলে দেশ কিংবা বিদেশের বিডিএস কিংবা সমমান কোর্সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে কৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তীতে প্রকাশ করা হবে। সেই সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ এর ১০ গুণ করে মোট ১০০ নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। অর্থাৎ যারা উভয় পরীক্ষাতে জিপিএ ৫ পেয়েছে তাদের মোট নম্বর হবে ১০ গুণন ৫০ করে অর্থাৎ ১০০।
ডেন্টাল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ
যারা পূর্ববর্তী বছরে এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে ৩ নম্বর কর্তন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবার যারা ইতিমধ্যে সরকারি বেসরকারি কলেজের ডেন্টাল ইউনিট ভর্তি রয়েছেন তাদের ক্ষেত্রে ৬ নম্বর কর্তন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীরা বিডিএস কোর্সর ভর্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি হিসেবে ১০০০ টাকা জমা অবদান করতে হবে।
আবেদন শুরুর সময়: ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার সকাল ১০টা থেকে
অনলাইনে অ্যাপ্লিকেশনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ সোমবার রাত ১১ঃ৫৯ পর্যন্ত
অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৫ তারিখে ১১:৫৯ মিনিট পর্যন্ত
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীগণ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ২৫ ফেব্রুয়ারি ২০০-২৫ তারিখের মধ্যে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিতে পারবেন। এবারের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার। ভর্তি পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত।
এছাড়া অন্যান্য তথ্য এবং আপডেট জানার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
সত্যিই কি ইলন মাস্ক ঢাকায় আসছেন? বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।