ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে
- আপডেট সময় : ০২:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের এখন নেমে এসেছে শীতকাল। গ্রাম এলাকার পাশাপাশি শহরেও রাতে এবং সকালে দেখা দেয় বেশ কুয়াশা। তীব্র গরমের শেষে শীতের পিঠাপুলির আমেজে যেন মেটে উঠেছে চারি দিক। এর মধ্যেই আবার শুক্রবার থেকে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
যেখানে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং বেশ কিছু এলাকায় একটি লঘু চাপ বর্তমানে অবস্থান করছে। এরা আবার কিছু অংশ উত্তরবঙ্গ উপসাগরেও বিকৃত রয়েছে। যার ফলে আগামী শুক্রবার থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক সাংবাদিকদেরকে জানিয়েছেন যে লঘু চাপের কারণে সারাদেশের শীতের প্রকোপ কিছুটা কম থাকতে পারে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যে অঞ্চল ঢাকা এবং উপকূলীয় এলাকায় থাকতে পারে বৃষ্টি। এমন কে কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিরও বেশ সম্ভাবনা রয়েছে।
তবে শুক্রবার থেকে বৃষ্টি থাকার কারণে শীত কিছুটা কম থাকলেও বৃষ্টি শেষে আবার তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপর থেকে আবার বাড়বে শীতের তীব্রতা।
ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে
এদিকে আবহাওয়া অধিদপ্তর পূর্ব পাশে জানিয়েছেন যে আগামী বুধবার বৃহস্পতিবার সারাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা তুলনায় বেশ অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও দেখা দিতে পারে ঘন থেকে মাঝারি কুয়াশা। আকাশে অস্থায়ী মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘু চাপের কারণে শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি হবে। তবে ঘূর্ণিঝড় হওয়ার তেমন সম্ভাবনা নেই। ২০ থেকে ২২ ডিসেম্বর এই তিন দিন খুলনায় বরিশাল চট্টগ্রাম বিভাগে সবচাইতে বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। এমনকি টাকার রাজশাহী কুমিল্লা সিলেট অংশ গুলোতেও থাকবে হালকা থেকে ভারী বৃষ্টি।
চলতি বছরের মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে বয়ে গিয়েছে বেশ কয়েকটি তাপ প্রবাহ। যার কারণে জনজীবন পড়েছিল বেশ অস্বস্তিতে। সেই তীব্র গরম কাটিয়ে নেমে এসেছে ঠান্ডা এবং শীত। বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টির তেমন দেখা না মিললেও আগামী শুক্রবার থেকে আবার দেখা মিলবে।
শীতের দিনে বৃষ্টির কারণে সাধারণ মানুষের বাইরে চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। তার জন্য যারা বাইরে কাজ করেন বিজনেস করেন কিংবা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন আছে তারা আগে থেকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এর জন্য সাথে রাখতে পারেন ছাতা এবং অন্যান্য সামগ্রী। আর শুক্রবার শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে তাই অনেকেই পরিবার প্রয়োজন নিয়ে ঘুরতে বের হন। তাই আগে থেকেই প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে রাখা উত্তম।