ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিভাবে যাবেন

- আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু থেকেই হাজার হাজার দর্শনার্থী আসছেন। এই মেলার এবারের ২৯তম আসনটি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে। এবারের মেলা ঢাকার বাইরে হয় অনেকেই যেতে অনাগ্রহ বোধ করছেন। কারণ যাতার ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে হয়তো বা অনেকে জানেন না।
তবে এ বিষয়ে চিন্তার কিছু নেই বাণিজ্য মেলায় কিভাবে যাবেন সেই বিষয়টি মাথায় রেখেই যাতায়াতের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীরা যাতে ঝামেলা বিহীনভাবে মেলায় পৌঁছাতে পারেন তার জন্য বিভিন্ন স্থান থেকে প্রায় দুই শতাধিক বিআরটিসি বাস চালু করা হয়েছে। এমনকি উপরেও রাখা হয়েছে ৫০ শতাংশ ডিসকাউন্ট। তাছাড়া ব্যক্তিগত গাড়ি এবং পরিবহনতো আছেই।
কিভাবে বাণিজ্য মেলায় যাবেন
মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন বিআরটিসি টিকেট বাস রয়েছে মেলায় যাত্রী পরিবহনের জন্য। এছাড়াও উবারের মাধ্যমেও বিশেষ ছাড়ে আসা যাবে। আর যারা ডেডিকেটেড বিআরটিসি বাসের মাধ্যমে আসতে চান তারা প্রতিদিন সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ নরসিংদী ফার্মগেট কুড়িল বিশ্বরোড হতে মেলায় আসার যেতে পারবেন। আর মেলা হতে এই বাস গুলো ফেরত আসে রাত ১১ টার সময়।
যেহেতু ঢাকার বাইরে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তাই এই বিআরটিসি বাস গুলোর মাধ্যমে মেলায় যাত্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কুড়িল বিশ্বরোড থেকে মেলায় আসতে পারবেন ৩৫ টাকা ভাড়া দিয়ে। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত বিআরটিসি’র ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। সেই সাথে নারায়ণগঞ্জ থেকে মেলা পর্যন্ত ভাড়া নির্ধারন করা হয়েছে ১২০ টাকা। ৯০ টাকা দিয়ে বাণিজ্য মেলায় যাওয়া যাবে নরসিংদী হতে। সেই সাথে গুলিস্তান থেকে ৮০ টাকা ভাড়ায় আপনি বাণিজ্য মেলায় যেতে পারবেন।
কোন এলাকা হতে কিভাবে যাবেন
আপনি যদি ঢাকা কুড়িল বিশ্বরোডে আশেপাশে অবস্থান করে থাকেন তাহলে সকালবেলা ৮ টার আগে কুড়িল স্টেশনে গিয়ে উপস্থিত হলেই বিআরটিসের বাস পেয়ে যাবেন। তবে এই রুটে যেহেতু যানজটের পরিমাণ বেশি থাকে তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়া উচিত।
আপনি যদি এই গাজীপুর হতে বাণিজ্য মেলায় যেতে চান তাহলেও কুড়িল বিশ্বরোড হয়ে যেতে পারেন। বিআরটিএ ছাড়া উবার সার্ভিসে যাওয়ার জন্য আপনি টঙ্গী, বনানী, গুলশান, মোহাম্মদপুর, শ্যামলী, জয়দেবপুর, বনশ্রী বা যে কোনো এলাকা হতে যেতে পারবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই ফ্লাইওভার ব্যবহার করে ৩০০ ফিট দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৌঁছাতে পারবেন। ছুটি দিন গুলোতে এই রাস্তায় বেশ যানজট থাকে। তাই হাতে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা সময় নিয়ে বের হবেন।
বাণিজ্য মেলার টিকেটের দাম কত
মেলা শুরু হয় সকাল ১০ টা থেকে এবং শেষ হয় রাত ৯ টায়। তবে যে দিন গুলোতে সাপ্তাহিক ছুটি থেকে সেদিন গুলোতে মেলা থাকে রাত ১০টা পর্যন্ত।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা। যে সকল শিশুদের বয়স ১২ বছরের কম তাদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। তবে বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যথাযথ কার্ড প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় গ্রহণ করতে পারবেন।