ব্যাডমিন্টন খেলার সঠিক নিয়ম কি
- আপডেট সময় : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
ইতিমধ্যে শীতের মৌসুম চলে এসেছে। ঢাকা সহ আশেপাশে এলাকায় সকালবেলায় কুয়াশা দেখা দিচ্ছে। শীতের দিনে ব্যাডমিন্টন খেলা যেন একটা ঐতিহ্য। অনেকেই আবার এর নিয়ম কানুন সম্পর্কে স্পষ্ট ভাবে জানেন না। তাদের জন্যই আমার এই আজকের লিখাটি।
ব্যাডমিন্টন খেলার নিয়ম রয়েছে। শুধুমাত্র খোলা মাঠে দুইজন অথবা ৪ জন খেলা শুরু করে দিলেই হবে না। প্রথমে এর জন্য নির্দিষ্ট আকৃতির একটি কোর্ট বানাতে হবে। মাটিতে দাগ কেটে কিংবা চুন ঢেলেও এই কোর্ট বানানো যায়। পাকা ফ্লোরে চুন অথবা সাদা রং করে নিতে পারেন।
ইনডোর ব্যাডমিন্টন খেলা গুলোতে সাধারণত রং দিয়ে কোর্ট আঁকা হয়। নিয়ম অনুযায়ী একটি কোর্টের দৈর্ঘ্য হয় ৪০ ফুট এবং প্রস্থ হয় ২০ ফুট। এর মাঝ বরাবর দাগ দিয়ে দুইটি ভাগে ভাগ করা হয়। আবার কোর্টের দুই পাশে শেষ সীমানায় একটি লাইন টানা হয় যেটিকে লং সার্ভিস বলা হয়ে থাকে।
আর যদি ১ জোড়ায় অর্থাৎ দলগতভাবে খেলা হয়ে থাকে তাহলে লং সার্ভিস দাগ নেটের দাগ ২.৫ ফুট দূরে দিতে হয়। আবার ব্যাডমিন্টন খেলার কোর্টের শর্ট সার্ভিস লাইনের থেকে ৬.৫ ফুট দূরে দিতে হয়।
ব্যাডমিন্টন খেলার জন্য কি কি জিনিসপত্র প্রয়োজন হয়
খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না ব্যাডমিন্টন খেলায়। খেলোয়ারদের হাতের রেকেট, কর্ক, মাঝখানের নেট বা জাল, কোর্ট, রাতের বেলা খেলার জন্য লাইটিং সিস্টেম হলেই আপনি ব্যাডমিন্টন খেলা শুরু করতে পারবেন।
ব্যাডমিন্টন খেলার নিয়ম কি
৩টি গেইম এবং ২১ টি পয়েন্ট দ্বারা মূলত একটি ম্যাচ শেষ হয়ে থাকে। তবে একটি পয়েন্টের সার্ভ হয়ে থাকে। কোন পক্ষ যদি ১টি রেলি জিতে যায় তাহলে তার পয়েন্টের সাথে একটি স্কোর যোগ করা হয়। আর যদি সব মিলিয়ে ২০ পয়েন্ট হয়ে যায় তাহলে যেই ব্যক্তি কিংবা পক্ষ আগে দুই পয়েন্ট পেয়ে লিড নিতে পারবে সেই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আবার ২৯ পয়েন্ট পেয়ে যে দল আগে ৩০ পয়েন্ট করতে পারবে সেই খেলায় বিজয়ী হবে।
একটি গেম শেষ হওয়ার পর যে দল বিজয়ী হবে পরবর্তী গেমের সেই দল সার্ভ করতে পারবে। আবার লিডিং পয়েন্ট ১১ হলে মাঝখানের ৬০ সেকেন্ডের একটি বিরতি নেওয়ার নিয়ম রয়েছে। পরপর দুইটি গেম সম্পন্ন করার পর চাইলে ২ মিনিটের একটি বিরতি দেওয়া যায়। অনেক সময় ৩টি ম্যাচ পার হওয়ার পর খেলোয়াড় পরিবর্তন করে থাকে। যদি না সেটা জোড়া খেলোয়ারের ম্যাচ হয়ে থাকে।
ব্যাডমিন্টন খেলায় সার্ভ করারও একটি নিয়ম রয়েছে। যদি স্কোর পয়েন্ট জোড়া হয় তাহলে ডানপাশের কোর্ট থেকে সার্ভ করতে হবে আর যদি স্কোর পয়েন্ট বিজোড় হয় তাহলে বাম পাশের কোর্ট থেকে সার্ভ করতে হবে। তবে এলাকা ভেবে অনেকেই আরো বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করে থাকে।
আসছে শীতকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রীতিমতো ম্যাচ অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন খেলার। সেখানে খেলার নিয়ম কানুন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
নামাজ পড়ার সময় টুপি পড়ে গেলে কি করবেন? জানতে এখানে প্রবেশ করুন।