বিমান ভ্রমণ করার সময় যে সকল জিনিস সাথে রাখা যাবে না
- আপডেট সময় : ০৮:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
দীর্ঘ দূরত্বের কোন রাস্তা অল্প সময়ে পাড়ি দেওয়ার জন্য আমরা আকাশ পথকেই বেছে নিয়ে থাকি। কিন্তু প্রথমবার যারা আকাশজানে উড়ছেন তারা অনেকে জানেন না বিমান ভ্রমন করার সময় কি কি জিনিসপত্র সাথে করে নেয়া যাবে না। অবশ্য যারা নিয়মিত আকাশপথে যাতায়াত করেন তারা এয়ারপোর্ট, ফ্লাইট, বিভিন্ন এয়ারলাইনসের নিয়ম কানুন সম্পর্কে জানেন।
কিন্তু যারা প্রথমবার বিদেশ যাচ্ছেন এবং এয়ারপোর্টে যাতায়াত খুব একটা অভ্যস্ত নন তারা অনেক সময় বুঝতে পারেন না কোন জিনিস ব্যাগে নেওয়া যাবে আর নেওয়া যাবে না। কারণ হাতের লাগেজ করে সব ধরনের জিনিস নিয়ে বিমানে ওঠা যাওয়ার উঠা যায় না।
বিভিন্ন ধরনের খাবার সামগ্রী
খাবার গুলো রান্না করা হোক কিংবা কাঁচা হোক অথবা মাছ-মাংস হোক এগুলোকে লাগেজে নেওয়া যাবে না। এমনকি বিভিন্ন ধরনের শুকনো খাবার যেমন চাল, ডাল, আটা, চিনি, ময়দা ইত্যাদিও হাতে করে লাগে বিমানে ওঠা যাবে না। সে ক্ষেত্রে যেকোনো ধরনের অ্যালকোহল, ঘি, আচার এমনকি প্যাকেট জাতীয় খাবারেও বিধি নিষেধ রয়েছে।
প্রতিটি এয়ারলাইনসের এই ধরনের পণ্য পরিবহনের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে। তাই আপনার ব্যাগ গোছানোর সময় এই বিষয় গুলো যাচাই করে নিবেন।
বিমান ভ্রমণ করার সময় যে সকল জিনিস সাথে রাখা যাবে না
নারিকেল একটি খাবার হলেও এটি বেশ দাহ্য একটি পদার্থ। আর এর ভেতরের প্রচুর পরিমাণে তেলও রয়েছে। এ থেকে যেকোনো ধরনের দুর্ঘটনা কিংবা আগুন লাগার সম্ভাবনাও থাকে। তাই এটি হাতে নিয়ে বিমানে উঠবেন না।
বিভিন্ন ধরনের তরল পদার্থ
সুগন্ধি, কোল্ড ড্রিংকস, সানস্ক্রিন, টুথপেস্ট, ময়েশ্চারাইজ, স্যানিটাইজার থেকে শুরু করে যেকোনো ধরনের তরল পদার্থ ১০০ মিলি এর বেশি আপনি নিতে পারবেন না। এর চাইতে পরিমাণে কম হলে আপনি লাগে যে করে নিয়ে বিমানে উঠতে পারবেন। তবে অনেক এয়ারলাইন্স আবার সে ব্যাপারে বিধি নিষেধ আরোপ করে থাকে।
বিভিন্ন ধরনের ধারালো বস্তু
ছুরি, কাঁচি, রেজার, নেইল কাটার ইত্যাদি ধারালো বস্তুগুলো লাগে জানিয়ে আপনি বিমানে উঠতে পারবেন না। প্রায় সকল এয়ার লাইনসে এ ব্যাপারে বিধি নিষেধ রয়েছে।
বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্র
ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্র চেক ইন লাগেজে না রাখা এই সবচাইতে উত্তম। আর যদি এই ধরনের কোন ডিভাইস থাকে তাহলে সেটাই বন্ধ করে নিন। যদি ক্যামেরা থাকে তাহলে সেটির ব্যাটারি ও ক্যামেরা থেকে খুলে আলাদাভাবে রাখতে হয়।
এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন ড্রোন ইত্যাদি নিয়ে বিমানে ওঠার অনুমতি দেয় না অনেক এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাই এগুলো পাঠানোর জন্য কিংবা আনার জন্য আলাদা ভাবে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে পারেন।
এছাড়া যদি আপনি এসকল বিশেষ ধরনের কোন পণ্য বিমানে মাধ্যমে পরিবহন করতে চান তাহলে আগে থেকে এয়ার লাইনসের সাথে যোগাযোগ করে নিন। তাই আপনাকে সেটির পরিবহনের সুব্যবস্থা করে দিবে। আর বিমান ভ্রমণের সময় উপরোক্তর বিষয় গুলি অবশ্যই খেয়াল রাখবেন।