প্রাকৃতিকভাবে চুল কালো করার পদ্ধতি জেনে নিন

- আপডেট সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
যখন আমাদের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন মাথার চুলও আস্তে আস্তে রং পরিবর্তন করতে থাকে। প্রথমদিকে ধূসর এবং শেষের দিকে পুরো মাথার চুল সাদা হয়ে যায়। তবে চুল কালো করার পদ্ধতি গুলো জানা থাকলে আপনারা হয়তো বয়সের সাথে সাথে অত বিড়ম্বনায় পরতে হবে না।
অনেকের আবার ২০ থেকে ২৫ বছর বয়সেই চুল পাকা ধরতে শুরু করে। অর্থাৎ মাথার চুল সাদা হয়ে যায়। অতিরিক্ত টেনশন, গরম পরিবেশে কাজ, হরমোনের সমস্যা বিভিন্ন ধরনের অসুখের কারণে এমনটা ঘটতে পারে।
চুল কালো করার উপায় কি কি
আমলকির ব্যবহার
প্রাকৃতিক এই ফলটি অত্যন্ত পুষ্টি এবং ভিটামিন গুণসমৃদ্ধ। এমনকি চুলের জন্য প্রাচীনকাল থেকেই আমলকি ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে ভিটামিন সি যা কিনা আমাদের অকালের চুল সাদা হয়ে যাওয়া রোধ করে। খুব দ্রুত ভালো ফলাফল পেতে মাথায় কিছু পরিমাণে আমলকি তেল ম্যাসাজ করুন। এমনকি আমলকির পাউডার ব্যবহার করে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারবেন। সাদা চুল কালো করার উপায় গুলোর মধ্যে এটি খুবই জনপ্রিয়।
ব্ল্যাক টি এর ব্যবহার
সাধারণত চা আমরা পান করে থাকি। তবে এর মতো নানা ধরনের এন্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন জাতীয় উপাদান থাকায় রূপচর্চায়ও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আপনি নিয়মিত চা পান করতে পারেন অথবা এটি মাথায় ব্যবহার করতে পারেন।
এর জন্য কিছু পরিমাণে চা-পাতা গরম পানিয়ে ফুটিয়ে নিন তারপরে ঠান্ডা করুন। তারপর মাথায় লাগিয়ে কিছুক্ষণ পর থুয়ে ফেলুন। এভাবে অল্প কিছুদিন ব্যবহার করার পরে নিজেই পরিবর্তন দেখতে পারবেন।
পেঁয়াজের রসের ব্যবহার
চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এতে রয়েছে ক্যাটালেস এনজাইম যা কিনা প্রাকৃতিকভাবে চুল কালো করার উপায় হিসেবে খুবই উপকারী। এজন্য কিছু পরিমাণে পেঁয়াজের রস বের করে না হলে সাথে মিশে মাথায় ভালোভাবে লাগিয়ে নিন। তারপর আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলেই উপকার পাবেন।
চুলের যত্নে মেহেদি হেয়ার মাস্ক
চুল কালো করার উপায় হিসেবে মেহেদি সরাসরি ব্যবহার করা না হলেও সাদা চুলকে ঢাকার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সামান্য পরিমাণে পানিতে কিছু পরিমাণে মেহেদী নিন। তারপর তৈরি হিয়ার মাস্ক চুলে ব্যবহার করে কয়েক ঘন্টা পর ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারের ফলে দেখবেন আপনার চুল কালো হয়ে গিয়েছে।
চুল কালো করার অন্যান্য উপায় ও সচেতনতা
শুধুমাত্র বাহ্যিকভাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপায় কিংবা পদ্ধতি অবলম্বন করলেই হবে না। বরং আপনার জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন।
আপনি যদি এমন কোন জায়গায় কাজ করে থাকেন যেখানে অনেক বেশি তাপ রয়েছে তাহলে আপনার চুল পেকে যেতে পারে বা সাদা হয়ে যেতে পারে। সবসময় চেষ্টা করুন স্বাভাবিক তাপমাত্রায় কাজ করার জন্য।
আবার সারাদিন পরিশ্রম শেষে বাইরে থেকে যখন বাসায় আসে তখন ভালোভাবে মাথা পরিষ্কার করা প্রয়োজন। কারণ মাথায় যদি আপনি বিভিন্ন ধরনের ধুলাবালি এবং জীবাণু নিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে পুরো রাত জুড়ে সেটি আপনার তথ্যের ক্ষতিগ্রস্ত করবেন। তাই এসব ব্যাপারে সতর্ক থাকুন। সেই সাথে চুল কালো করার উপায় গুলি বাসায় অনুসরণ করুন।