লিংকডইন ব্যবহারের সুবিধা কি কি

- আপডেট সময় : ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
সারা বিশ্বজুড়েই পেশাজীবী এবং প্রফেশনাল মানুষদের জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্ক মাধ্যম লিংকডইন। twitter, facebook, instagram এর মতো লিংকডইন এর সুবিধাও অনেক। এমনকি বর্তমান প্রেক্ষাপটে এর জনপ্রিয়তা দিন দিন আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
মূলত চাকরি খোঁজা, জব পোস্ট কর, বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং করা ইত্যাদির জন্য এটি মানুষ বেশি ব্যবহার করে থাকে। কারণ এখানে বেশিরভাগ ব্যবহারকারীরাই পেশাজীবী। বিজনেস করুন কিংবা চাকুরী করুন অথবা শিক্ষার্থী যাই হোক না কেন আপনার যদি একটি লিংকডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটি খুব দ্রুতই ওপেন করা প্রয়োজন।
লিংকডইন এর সুবিধা গুলি কি কি
লিংকডইন ব্যবহারের সুবিধা অনেক। নিম্নে সেগুলো তালিকা অনুসারে আলোচনা করা হলো।
বিশাল চাকরির বাজার
বেশিরভাগ মানুষই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে কারণ এখানে অনেক চাকুরীর সার্কুলার পাওয়া যায়। যেহেতু বিভিন্ন প্রাইভেট কোম্পানির এইচআর এবং বিভিন্ন ডিপার্টমেন্টের লোক, বিজনেসম্যান LinkedIn অ্যাকাউন্টটি বেশি ব্যবহার করেন তাই লোক খুঁজার জন্য তারা এখানে এই জব সার্কুলার দিয়ে থাকেন।
এমনকি যারা ফ্রিল্যান্সার যেমন গ্রাফিক্স, ডিজাইনার ওয়েব ডিজাইনার, প্রোগ্রামার তারাও এখানে অনেক বেশি সক্রিয় থাকেন। অর্থাৎ একটি মার্কেটপ্লেস হিসেবেও কাজ করে লিংক দেন।
নিজেদের ব্র্যান্ডের প্রোমোশন
আবার যারা উদ্যোক্তা রয়েছেন তারাও অনেক বেশি এ প্লাটফর্মটি ব্যবহার করে থাকেন। উদ্যোক্তাদের প্রয়োজন তাদের ব্যান্ডের বেশি বেশি প্রমোশন করা এবং ইনভেস্টরের দৃষ্টি আকর্ষণ করা। আপনার লিংকডইন এর মাধ্যমে খুব সহজেই সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ইনভেস্টরের সাথে যোগাযোগ করতে পারবেন। এমনকি লিংকডইনের প্রোফাইল এমন ভাবে সাজাতে হয় যাতে করে খুব সহজে বোঝা যায় যে আপনি কি করছেন।
কাউকে খুঁজে বের করা
অন্যান্য প্লাটফর্মের চাইতে লিংকডইনে কারো প্রোফাইল খুজে বের করা অনেক বেশি সহজ। তাইতো linkedin একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠেছে।
পরস্পরের সাথে যুক্ত হওয়া
লিংকডইন এর সুবিধা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হওয়ার ফিচারস। এর মাধ্যমে আপনি যেকোনো ব্যক্তিকে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তিনি যদি আপনার রিকোয়েস্ট টি অ্যাকসেপ্ট করেন তাহলে linkedin এর মাধ্যমে কানেক্ট হয়ে তথ্য আদান প্রদান করতে পারবেন।
বিভিন্ন ধরনের খবরের আপডেট
যারা বিজনেস কিংবা প্রাইভেট জব করেন তাদের বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কে আপডেট থাকতে হয়। কর্পোরেট নিউজগুলি লিংকডইনে সবার আগে পেয়ে যাবেন
নেটওয়ার্কিং তৈরি করা
আমরা যে কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করি নেটওয়ার্কিং এর জন্য। আর লিংকডইন এর সুবিধা গুলোর মধ্যে নেটওয়ার্কও রয়েছে। আপনি প্রোফাইল থেকে হাজার হাজার মানুষের সাথে যুক্ত হতে পারবেন এবং যেকোনো প্রয়োজনে তাদের সাথে আলোচনাও করতে পারবেন। ফেসবুকের মত লিংকডইনেও বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে।
লিংকডইন প্রোফাইল খোলার নিয়ম
facebook, instagram ইত্যাদির মত আপনি এই প্লাটফর্মটিতেও খুব সহজে একটি প্রোফাইল ওপেন করতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সকল একাডেমিক প্রফেশনাল ইত্যাদি তথ্য গুলি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। যেমন;
• নামের ক্ষেত্রে অবশ্যই পুরো নাম লেখা উচিত
• প্রোফাইলের ছবি প্রফেশনাল হওয়া প্রয়োজন
• শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ বিবরণ দিন
• অভিজ্ঞতার সম্পূর্ণ বিবরণ উল্লেখ করুন
• যদি কোন প্রশিক্ষণ কিংবা ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে সেটা সম্পর্কেও বিস্তারিত তথ্য দিন।
• যোগাযোগের অপশনটি চালু রাখুন
• বর্তমান কর্মস্থল কিংবা ব্যবসায়ের বিবরন দিন
• সুন্দর একটি কভার ফটো সেট করুন
লিংকডইন থেকে টাকা ইনকাম করার কয়েকটি উপায়
আমি উপরে শুধুমাত্র ব্যবহারের সুবিধা গুলি আলোচনা করেছি। চাকুরী খোঁজা, জব পোস্ট করা, ব্র্যান্ড প্রমোশন ছাড়াও আপনি এখান থেকে অনেক গুলি উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন। চলুন দেরি না করে সেগুলোর সম্পর্কে জেনে নেই।
ফ্রিল্যান্সার হিসেবে
একজন দক্ষ ফ্রিল্যান্সার লিংকডইনের মাধ্যমে সহজে বিভিন্ন কাজের অর্ডার পেতে পারে। আমি আগে উল্লেখ করেছি এখানে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা প্রাইভেট জব পেশাজীবীরা থাকেন। লিংকডইন এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি কাজের প্রচুর চাহিদা রয়েছে।
অনলাইন কোর্স বিক্রি
সুনির্দিষ্ট বিষয়ের উপরে পূর্ণাঙ্গ একটি কোর্স যদি আপনি তৈরি করেন তাহলে লিংকডইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে লিংকডইন এর মার্কেটিং ফিচারটি সহায়তা নিতে হবে।
স্পন্সর পোস্ট করা
লিংকডইন প্রোফাইলে যদি আপনার অনেক বেশি কানেকশন থাকে অর্থাৎ আপনি একটি পোস্ট করলে সেটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় তাহলে স্পন্সর পোস্ট বা ব্র্যান্ড প্রমোশনের কাজ করতে পারেন। এর মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং কিংবা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে সেখান থেকেও প্রতি মাসে লিংকডইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
উপরোক্ত উপায় গুলি ছাড়াও আরো অনেক অপশন রয়েছে যার মাধ্যমে আপনি লিংকডইন থেকে টাকা ইনকাম করতে পারবেন
দিন যত যাচ্ছে সারা বিশ্ব জুড়ে চাকুরী ব্যবসা এটা এক্ষেত্রে প্রতিযোগিতা ও ততই বেড়ে চলছে। এ প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে টিকে থাকতে হলে প্রতিনিয়তই আপডেট হতে হবে এবং সমস্ত বিষয়াদি সম্পর্কে তাৎক্ষণিক জ্ঞান লাভ করতে হবে। এতে করে আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে পারবেন ঠিক তেমনি এই চাকরি বা ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আনতে পারবেন। আশা করি লিংকডইন এর সুবিধা গুলো সম্পর্কে আপনারা এখন জানতে পেরেছেন।