আবারো বিয়ে করছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস

- আপডেট সময় : ০৫:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বিশ্বের জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠার অ্যামাজনের মালিক বিয়ে করতে চলেছেন। আর সেই বিয়ের কনে হচ্ছে বেজোসের দীর্ঘদিনের বন্ধু, লেখক, সাংবাদিক এবং উপস্থাপক লরেন সানচেজ। তাদের এই বিয়ের আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ৬০ কোটি ডলার। এটি নিয়ে ইতিমধ্যে অভ্যাস সংবাদ প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধরনের গণমাধ্যমে।
এর আগে জেফ বেজোসের সাথে ম্যাকেনজি স্কটের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৯ সালে। তাদের এই সংসারটির বয়স ছিল দীর্ঘ ২৪ বছর। এমনকি বিশ্ব বিখ্যাক ধনকুবেরের বিচ্ছেদটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়। উল্লেখ্য তাদের এই বিবাহ বিচ্ছেদ টি পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ডিভোর্স ছিল।
২০১৯ সালের যে বেজোসের সেই বিচ্ছেদটি দফারফা হয়েছিল ৩ হাজার ৬০০ কোটি ডলারে। যে টাকার প্রায় পুরোটাই ছিল ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের শেয়ার। একটি উদাহরণ দিলে আপনি বিষয়টি পুরোপুরি ভাবে বুঝতে পারবেন ২০১৯ সালে ভারতের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ ছিল এটি তার অর্ধেক। বুঝতে পারছেন টাকার পরিমান ঠিক কত বড়।
আবারো বিয়ে করছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস
জেফ বেজোসের সেই বিচ্ছেদের আগে তিনি ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। ডিভোর্সের পর থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার সেভাবে মেকেনজিও বিশ্বের শীর্ষ নারী ধনী মানুষদের তালিকায় চলে আসেন।
ডেইলি বিস্ট এর একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় নতুন করে জেফ বেজস আবার বিয়ের পিড়িতে বসছেন এবং তার বাগদত্তা হলেন লরেন সানচেজ। এমনকি বিয়ের স্থান নিয়ে ঘোষণা গিয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে।
সেই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় ৬০ বছরের যে বেজোসের সাথে ৫৫ বছরের লরেনের ইতিমধ্য প্রি ওয়েডিং এর কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ ডিসেম্বর শনিবার তাদের মধ্য বিবাহের কার্যক্রম সম্পন্ন হতে পারে। তার এই বিয়ের আয়োজন এর খরচ হবে প্রায় ৬০ কোটি ডলার। এমনকি সেই বিয়ের আসরে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিওর পাশাপাশি অনেক নামিদামি স্টাররা। বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে তাদের এই বিয়ের অনুষ্ঠানে মোট ১৮০ জন অথিতি নিমন্ত্রিত হয়েছেন।
তবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা লরেন সানচেজকে বিয়ের ব্যাপারে অস্বীকার করেছেন। এমন কি তিনি তার ভেরিফাইড এক্সের একটি বার্তা উল্লেখ করেছেন যে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং এই ধরনের কোন ঘটনাও ঘটে নি। তিনি এই ধরনের কোন গুঞ্জনকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেছেন।