বিদেশে বসবাসকারীদের জন্য গ্রামীণফোনের প্রবাসী প্যাক চালু

- আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক গুলির মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীনফোন। সম্প্রতি তারা প্রবাসীদের জন্য বিশেষ প্যাকেজ প্রবাসী প্যাক চালু করেছেন। এর মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশীদের প্রয়োজন মেটানো নেওয়া যাবে বলে তাদের ধারণা। এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে প্রবাসী প্যাকের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত রাখা হয়েছে যেটি নিরবিচ্ছিন্নভাবে সংযোগ বজায় রাখতে সক্ষম।
এমনকি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীদের ক্ষমতায়নের জন্য এই প্রবাসী পাকে রয়েছেন নানা ধরনের ফিচার। প্রতিনিয়ত এদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য মোবাইল নাম্বার সচল রাখা ছাড়াও রয়েছে কোন ধরনের চার্জ তারাই আনলিমিটেড ইনকামিং এসএমএসের সুবিধা। অর্থাৎ দেশের বাইরে থেকেও বাংলাদেশের সিম ব্যবহার করতে পারবে এবং আনলিমিটেড মেসেজ রিসিভ করতে পারবেন বাড়তে কোন চার্জ ছাড়া।
বিদেশে বসবাসকারীদের জন্য গ্রামীণফোনের প্রবাসী প্যাক চালু
এর অন্যতম সুবিধার জনক দিক হচ্ছে বিভিন্ন অ্যাপ এবং অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে। আমরা জানি নগদ, রকেট, বিকাশ, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি ব্যবহারের জন্য আমাদের সিমে ওটিপির প্রয়োজন হয়। কিন্তু কোন কারণে যদি সিম বন্ধ থাকে কিংবা নেটওয়ার্কের বাইরে থাকেন তাহলে সেই অটিপি ছাড়া কোনভাবেই একাউন্ট গুলোতে লগইন করা সম্ভব হয় না। আর এখন বিদেশে বসে যেহেতু কোন ধরনের চার্জ ছাড়াই এ ধরনের ওটিপি পাওয়া যাবে তাই নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ এবং আর্থিক লেনদেন করা সম্ভব হবে।
গ্রামীণফোন জানিয়েছে প্রবাসী প্যাকের মাধ্যমে তারা অনলাইন ব্যাংকিং আর্থিক সেবা গুগল, ফেসবুকের মত অ্যাপের ওটিপি রিসিভ করতে পারবেন। যার কারণে সব সময় ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এমনকি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রবাসী প্যাকটিতে ৩ জিবি অথবা ৫ জিবি ইন্টারনেট বোনাস রাখা হয়েছে। বাংলাদেশে থাকাকালীন সময়ে তারা এই বোনাস ইন্টারনেট টি উপভোগ করতে পারবেন। সেই সাথে পরিবার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন সবার সাথে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখতে পারবেন।
গ্রামীণফোনের প্রবাসী প্যাক কিনতে কত টাকা লাগবে
প্রথমে গ্রাহকদের কে ৩ বছর মেয়াদের জন্য প্রবাসী প্যাকটি কিনতে প্রয়োজন হবে ৯৯৪ টাকা এবং ৫ বছরের মেয়াদী প্রবাসী নেওয়ার জন্য রিচার্জ করতে হবে ১ হাজার ৪৯৪ টাকা।
আমরা জানি বিদেশ থেকে সিম রিচার্জ করার সুযোগ না থাকে সিম শুধু রাতে প্রবাসীদের প্রায়ই নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। তাই এই ব্যক্তির মাধ্যমে একবার রিচার্জ করেই টানা ৫ বছর সিম সচল রাখা সম্ভব। মূলত বিদেশে থাকাকালীন সময়ে প্রবাসীদের সিমের নিরাপত্তা নিশ্চয়তার প্রদান করে এই প্রবাসী একটি। এছাড়াও ইন্টারনেট বোনাস তো থাকছে।
এব্যাপারে গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব সাংবাদিকদের জানান দেশের একমাত্র আমরাই অর্থাৎ গ্রামীনফোনে সেবাটি প্রদান করতে পেরে খুব গর্বিত।
ইতিমধ্যে যারা বাংলাদেশে রয়েছেন তাদের হাতে সিম দ্বারা সহজেই মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে রিচার্জ করে এই প্রবাসী প্যাকটি নেওয়া যাবে।
আর যদি কেউ মোবাইল হতে ডায়াল করে প্রবাসী কিনতে চান তাহলে ৩ বছর মেয়েদের জন্য ডায়াল করতে হবে *121*994# আর ৫ বছর মেয়াদের প্রবাসী প্যাক কিনতে চাইলে দেয়াল করতে হবে *121*1494#.
দেশের বাইরে থাকা অবস্থায় দেশে বাইরে থেকেও একই রিচার্জ প্রক্রিয়ায় প্রবাসী প্যাক কেনা যাবে।
আমরা জানি ব্যক্তিগত প্রয়োজন, অফিসের কাজ, বিজনেসের কাজ, আর্থিক লেনদেন, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনায় ইত্যাদি কাজে একটি সচল সিম কার্ডের প্রয়োজন পড়ে। এ সকল সিমের মাধ্যমে আমরা যেমন অ্যাকাউন্ট গুলি ওপেন করে থাকি ঠিক তেমনি ভাবে পাসওয়ার্ড এবং অন্যান্য নিরাপত্তা বিষয় গুলো সুরক্ষিত রাখার জন্য সিমটি সবসময় প্রয়োজন পড়ে। কিছুদিন পর পরই সিম পরিবর্তন করা সম্ভব হয় না। কারণ একটি সিমের সাথে জড়িত থাকে অন্যান্য একাউন্ট।
কিন্তু কেউ যখন দেশের বাইরে গিয়ে অন্য দেশে কাজ করে তখন বাদে-বিপত্তি। সিমটি পরিবর্তন করার খুবই কঠিন হয়ে পড়ে এবং সবাই চায় নিজের সিমটি দিয়ে সবার সাথে যোগাযোগ করেন তা সত্তর রাখার জন্য। ঠিক প্রবাসীদের এই সুবিধা দেওয়ার জন্য এই গ্রামীনফোনের প্রবাসী প্যাক সুবিধাটি চালু করার উদ্যোগ।