ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

- আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর ২০২৪ তারিখ থেকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বরাবরের মত এবারও ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা।
ঢাবির ভর্তি পরীক্ষা শুরুর তারিখ
• ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে নির্দেশনা অনুযায়ী আগামী ৩ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা।
• ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে।
• আইন ও সমাজবিজ্ঞান অনুষদ, কলা অনুষদের এডমিশন এক্সাম হবে ২৫ জানুয়ারি ২০২৫।
• সাইন্স বা বিজ্ঞান অনুসদের এক্সাম হবে ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
• সর্বশেষ ঢাবির ভর্তি পরীক্ষা গুলোর মধ্যে ৮ এ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা বা কমার্স অনুষদের পরীক্ষা নেওয়া হবে।
তবে গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত রাখা হয়েছে। তাই বিগত বছরের সিলেবাস কিংবা কাঠামো গুলো শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে।
ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত দেওয়া হয়েছে গত সোমবার একটি সভার মাধ্যমে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ উদ্দিন আহমেদ। তারই সভাপত্তিতে এই সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে অনলাইনে ভর্তির সংক্রান্ত সকল বিষয় এবং তথ্যাবলী নিশ্চিত করেছেন আবার অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি ঢাবির ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক।
গণমাধ্যমকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যাপারে বলেন, এবার ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া অন্যান্য সকল অনুষদের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে নিয়ে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাবির আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। এছাড়া বাকি সকল নিয়ম কানুন বিগত সালের মতো করেই চলবে। দেশের অন্যান্য বিভাগীয় শহর গুলোতেও পরীক্ষা গ্রহণ করা হবে।
ঢাবির ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য উক্ত প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সে সাথে আবেদন প্রক্রিয়াসহ নানা ধরনের নির্দেশনাবলী নোটিশ সহকারে প্রদান করা হয়েছে। ঠিকঠাক থাকলে আগামী ৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী
যেকোনো মোবাইল দিয়ে এসএমএস করেই অনলাইনে আবেদন সম্পন্ন করা যাবে। তবে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। ভর্তি ফি প্রদান করা যাবে টেলিটক সিমের মাধ্যমে। তারপর পরবর্তী পরীক্ষা এবং রেজাল্ট সংক্রান্ত যাবতীয় বিষয় গুলি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর একটি অ্যাপ্লিকেশন করবে এবং এডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার সময় অবশ্যই সেই এডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে।
আশা করি ঢাবির ভর্তি পরীক্ষা ২০১৪ এর সংক্রান্ত সকল বিষয় স্পষ্ট ভাবে জানাতে পেরেছি। এ ধরনের আরোগ্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দুধে ভেজাল আছে কিনা? জানতে এখানে প্রবেশ করুন।