ডাচ্ বাংলা ব্যাংকের লেনদেন কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
- আপডেট সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আসছে বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতে ডাচ্ বাংলা ব্যাংকের লেনদেন কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ৫ দিন। এ সময় ব্যাংকের ব্রাঞ্চ কিংবা এটিএম বুথ কোথাও থেকে সেবা পাবেন না গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের লেনদেন কার্যক্রম পুরোপুরি ভাবে চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য গুলি জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার আপডেট করার জন্য ব্যাংকের মূল কার্যক্রম আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ জনুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়তে কোন গ্রাহক ব্যাংকের ব্রাঞ্চ এবং এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন না। আবার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ মোট ৭ দিন। এর মধ্যে আবার বছরে প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে এবং সাপ্তাহিক ছুটিও রয়েছে। সেগুলো সহ হিসাব করলে সাধারণ কার্যক্রম বন্ধ থাকছে মোট ২ দিন।
নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী ১ জানুয়ারি বুধবার হচ্ছে ব্যাংক হলিডে। এছাড়া ব্যাংকের কার্যক্রম সাধারণত শুক্র এবং শনিবার বন্ধ থাকে যেটি পড়েছে ৩ এবং ৪ জানুয়ারী। যার কারণে সাধারণভাবে ২ জানুয়ারী বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রবিবার ব্যাংকের কার্যক্রম খোলা থাকার কথা থাকলেও বন্ধ থাকছে।
ডাচ্ বাংলা ব্যাংকের লেনদেন কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
কোর ব্যাংকিং সফটওয়্যার আপডেটের বিষয়টি জন্য ব্যাংক বন্ধ রাখার বিষয়ে প্রথমে বাংলাদেশ ব্যাংককে আবেদন করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন সাংবাদিকদের কে জানান, বছরের শুরুর সময় দিকের সাধারণত লেনদেনের চাপ অনেকটাই কম থাকে। তাই গ্রাম তার সেবার মান বৃদ্ধি করতে আমরা এই সময়টাকেই নির্ধারণ করেছি।
বাংলাদেশের অন্যতম একটি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ডাচ্ বাংলা ব্যাংক। এই ব্যাংকের আরো একটি সার্ভিস রয়েছে যেটি নাম হচ্ছে রকেট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অনেক অর্থ লেনদেন করা হয়ে থাকে। এমনকি সারা দেশজুড়ে এটিএম এর সংখ্যাও এই ব্যাংকের অনেক বেশি। রকেট অ্যাপ হতেও এটিএমের মাধ্যমে কম খরচে টাকা উত্তোলন করা যায়।
বাংলাদেশের বিভিন্ন পোশাক কারখানা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সহ নানা ধরনের প্রতিষ্ঠানের বেতনা প্রদান করা হয়ে থাকে এই ব্যাংক এবং রকেটের মাধ্যমে। আগামী বছর প্রথম মাসের প্রথম ৫ দিন ডাচ বাংলা ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকছে।