কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের খবর
- আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
ঢাকা তিন কলেজের শিক্ষার্থীদের মধ্য চলমান পরিস্থিতি নিরসনের জন্য বৈঠক ঢাকা হয়েছিল সমন্বয়কদের পক্ষ থেকে। কিন্তু সেই বৈঠকে বসছেনা কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আজ ২৫ নভেম্বর রাত ১০টার দিকে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয় নিশ্চিত করেছেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। এ ব্যাপারে ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সাংবাদিদের কে জানান, পরিস্থিতি নিরসনে আলোচনার জন্য ফোন করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আলোচনায় বসার সম্ভব নয়। আহত শিক্ষার্থীদের কে নিয়ে এখন ব্যস্ত আছেন তারা। তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ সকল আহত স্টুডেন্টদের চিকিৎসা খরচ কলেজ বহন করবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় সাংবাদিকদের কে জানান, পাশের কবি নজরুল সরকারি কলেজ যেহেতু আলোচনায় বসছে না, তাই আমরাও বসবো না। এমনকি চলমান সংকট নিরসনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গেও বৈঠক না করার বিষয় জানিয়েছেন। তবে তিনি চলমান সমস্যা নিরসনের এই উদ্যোগের সমন্বয়কদের ধন্যবাদ জানিয়েছেন। এ ব্যাপারে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন যদি শিক্ষামন্ত্রনালয়ের পক্ষ থেকে বসার কথা বলা হয় তাহলে তারা আলোচনায় বসবে। এই মুহূর্তে মোল্লা কলেজের সঙ্গে আলোচনায় বসা শিক্ষার্থীদের সাথে বেইমানি করার মতই।
কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের খবর
ঢাকায় অবস্থিত বাংলামোটরের রুপায়ন টাওয়ারে একটি আলোচনার ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দৱ। সেখানে তিন কলেজের শিক্ষক, রাজনৈতিক দল, শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য বসতে আহ্বান জানান। তবে দুই কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায় কোন শিক্ষার্থী নিহত হননি, তবে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি আরো জানান, বিভিন্ন পেজ এবং মিডিয়া গুলি ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।। গত রবিবার উক্ত কলেজের অধ্যক্ষের সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সেখানে উল্লেখ করা হয় ২৫ ও ২৬ নভেম্বর নির্বাচন কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু এই নোটিশ উপেক্ষা করেই আজ ২৫ নভেম্বর সোমবার থেকেই দুই কলেজের অনেক শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে উপস্থিত হয়ে থাকে।
পরবর্তীতে একদিন কলেজের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষতে ৫০ জনের বেশি আহত হয়েছেন বলা জানা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও স্থানীয় ক্লিনিক গুলোতেও বেশ কিছু শিক্ষার্থীদের চিকিৎসা গ্রহণ করছেন।
একাধিক পদে ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জানতে প্রবেশ করুন।