রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় কি কি কাগজপত্র সাথে রাখা প্রয়োজন

- আপডেট সময় : ১২:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা প্রয়োজন। তা না হলে পড়তে পারেন বিভিন্ন ধরনের আইনি ঝামেলায় এবং খেতে পারেন মামলা। সেই সাথে ব্যক্তিগত এই যানবাহনটি চালানোর জন্য রয়েছে বেশ কিছু নিয়ম কানুন।
আপনি যখন রাস্তায় বাইক নিয়ে বের হবেন তখন নিম্নোক্ত কাগজ গুলো অবশ্যই সাথে রাখবেন।
১। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স। এই ৩টি কাগজ অত্যাবশ্যকীয়।
২। উপরে উল্লেখিত ৩টি পেপারের অবশ্যই মেয়াদ থাকতে হবে। তা না হলে জরিমানা অথবা মামলা হতে পারে আপনার নামে। তবে গাড়ি রেজিস্ট্রেশন কাগজের মেয়াদ প্রয়োজন হয় না। কেনার সময় যে পেপারটি প্রদান করা হয় সেটিই সব সময় ব্যবহার করা যায়।
৩। অনেকেই আবার পুরাতন বাইক ক্রয় করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে। না হলে আইনি সমস্যায় পড়তে পারেন।
৪। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ট্রাফিক আইন এবং সিগন্যাল গুলো যথাযথভাবে মান্য করতে হবে। আপনি যদি কোন ধরনের আইন অমান্য করেন তাহলে হতে পারে জরিমানা অথবা মামলা।
৫। ছোট কিংবা বড় যেকোনো ধরনের রাস্তায় উল্টো পথে মোটরসাইকেল চালাবেন না। এতে করে দুর্ঘটনা ঘটতে পারে এবং এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
৬। প্রতিবার গাড়ি নিয়ে রাস্তায় বের হবার আগে হেডলাইট, ইন্ডিকেটর লাইট, ব্রেক ইত্যাদি ভালোভাবে যাচাই করে নিবেন। এটিও এক ধরনের সচেতনতা।
৭। অনেকেই আবার গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলে কিংবা গান শোনে। এটি একদমই অনুচিত একটি কাজ। কারণ এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে।
৮। অনেকেই আবার মোটরসাইকেল চালানোর সময় মডিফাই করা হর্ন ব্যবহার করে, এটিও আইন বিরোধী। এছাড়া বিভিন্ন ধরনের ফগ লাইট, হ্যালোজেন লাইট, ইত্যাদি না লাগানোই উত্তম। কারণ ট্রাফিক আইনে আপনার বিরুদ্ধে মামলা কিংবা জরিমানা হতে পারে।
৯। একই সাথে দুইজনের অধিক যাত্রী বহন করাও আইনের পরিপন্থী।
১০। শহর এলাকায় যথতত্র মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি পার্কিং করা নিষেধ। তাই নির্দিষ্ট স্থানে পার্কিং করুন।
অন্যান্য সতর্কতা
একটি কথা মনে রাখবেন, ট্রাফিক আইনসহ গাড়ি চালানোর জন্য যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো আপনার নিরাপত্তার জন্যই। সব সময় মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। সেই সাথে মোটরসাইকেল চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র গুলো সাথে রাখবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হলো। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।