৪৭তম বিসিএস থেকে বারবার প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া বন্ধের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি ৪৭ তম বিসিএস থেকে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। এ ব্যাপারে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। তিনি সাংবাদিকদের কে জানান, আপনারা জানেন ইতিমধ্যে ৪৭ ম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সম্প্রতি আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি। প্রত্যেকটি পরীক্ষার থেকে একটি করে ইউনিক আইডি প্রদান করা হবে।
৪৭তম বিসিএস থেকে এ সকল ইউনিক আইডি দিয়ে পরবর্তী সব সময় বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরির প্রত্যাশীগণ। এর জন্য তাকে বারবার আবেদন করারও প্রয়োজন পড়বে না। এমনকি এই ইউনিক আইডিয়া নিয়ে আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে। যদিও সেটি বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা প্রয়োজন তারপরেও এই ধারণাটি আপনাদের সামনে প্রকাশিত করছে।
৪৭তম বিসিএস থেকে বারবার প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া বন্ধের উদ্যোগ
এমনকি বারবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে না এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার বিষয়টিও জেনেছেন মোবাশ্বের মোনেম। তিনি সাংবাদিকদের কে আরো জানিয়েছেন একজন পরীক্ষার্থী তার আইডি পাওয়ার পর যদি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে তাকে আর পরবর্তীতে প্রিলি পরীক্ষা দিতে হবে না। তারপর থেকে তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরবর্তী ধাপে প্রবেশ করবেন। এর জন্য বিসিএসের কিছু বেশি মালা সংসার করতে হবে এবং আগামী দিনে চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে। এমনকি আবেদন চলবে ৩০ জনুয়ারি রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৩ হাজার ৬৮৮ জন। এমনকি এবারের বিসিএস বিজ্ঞপ্তিতে বেশ কিছু নতুন পদযুক্ত হয়েছে। আবেদন করার জন্য আগে প্রার্থীদের বয়সে ১ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। যদি কোন চাকরির প্রত্যাশের বয়স এরকম বা বেশি হয় তাহলে গ্রহণযোগ্য হবে না।
আমরা জানি বিসিএস পরীক্ষা আর সম্পূর্ণ হয় মূলত ৩টিটি ধাপে। যার প্রথম ধাপে হয়েছে প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপে লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও আরো বেশ কিছু যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়ে থাকে।
তবে এবারের ৪৬ তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষায় বারবার দিতে হবে কিনা এ ব্যাপারে ধারণা প্রকাশিত হলেও চূড়ান্ত ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়নি।