৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে
- আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
স্থগিত করা হয়েছে ৪৭ তম বিসিএসের অনলাইনে আবেদন প্রক্রিয়া। বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি অনিবার্য কারণবশত এই প্রক্রিয়াটি আপাতত বন্ধ ঘোষণা করেছে। তবে কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে এ নিয়ে চাকরি প্রার্থীদের ভর কোন কারণ নেই।
এ ব্যাপারে পিএসসির একজন কর্মকর্তা সাংবাদিকদের কে জানান, ৪৭ তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে এতে শঙ্কার কিছু নেউ বরং চাকরিপ্রার্থীদের ভালোর জন্যই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সরকারি চাকরির প্রার্থীদের আবেদনের ফি কমানো হলেও এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়নি। এই প্রজ্ঞাপনকে জারি হলেই আবার শুরু করা হবে ৪৬ তম বিসিএসের আবেদন কার্যক্রম।
বর্তমানে বিসিএস পরীক্ষায় আবেদন ফি রয়েছে ৭০০ টাকা। ইতিমধ্যে সরকারি চাকরির পরীক্ষায় সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। যার কারণে ঘোষণা হলেও পিএসসি এই মুহূর্তে আবেদন ফি কমিয়ে রাখতে পারছে না। আবার যদি বর্তমান ফি ৭০০ টাকা গ্রহণ করা হয় রাখা হয় তাহলে পরবর্তীতে টাকা ফেরত প্রদানে জটিলতা রয়েছে। আর যেহেতু এই ধরনের ফি গুলো প্রদান করা হয় টেলিটক সিমের মাধ্যমে তাই ফি কমানোর প্রজ্ঞাপন ছাড়া তারা কাজ করতে পারবে না। তবে সরকারি চাকরির ফি নির্ধারণের প্রজ্ঞাপন প্রকাশ করা হলে আবার আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এবারে ৪৭ তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে। আবেদনের শেষ সময় হচ্ছে ৩১ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে গতকাল থেকে আবেদন শুরুর কথা থাকলেও ইতিমধ্যে তার স্থগিত অবস্থায় রয়েছে।
৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে
৪৭ তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে মোট শূন্য আসন রয়েছে ৩৪৮৭ টি। সেখানে নন ক্যাডার পদের সংখ্যা হয়েছে ২১ টি। এবারের বিসিএস থেকে মোট নিয়োগ প্রদান করা হবে ৩৬৮৮ জনকে।
বিশ্বের সব বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে সর্বোচ্চ ৩২ বছর। বিসিএসে ২১ বছরের কম কিংবা ৩২ বছরে বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
এবারে ৪৭ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের সর্বমোট লোকবল নিয়োগ প্রদান করা হবে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১০০ জন। তাছাড়া সরকারি কলেজ গুলোতে প্রভাষক পদে রয়েছে ৯২৯টি। আলিয়া মাদ্রাসার জন্য প্রভাষক পদের শূন্য পদে রয়েছে ২৭ টি। এছাড়া বিভিন্ন পেশাগত ক্যাডারে রয়েছে বেশ কিছু সংখ্যক শূন্য পদ। যেগুলো পূরণের লক্ষ্যে খুব শীঘ্রই ৪৭তম বিসিএস এর অনলাইন আবেদন প্রক্রিয়া আবার শুরু করা হবে।