বাংলাদেশের বাজারে আসছে ১০ টাকার কয়েন
- আপডেট সময় : ১০:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩ বার পড়া হয়েছে
১৭ ডিসেম্বর মঙ্গলবার দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ফেসবুকে পোস্ট করেছেন দেশের বাজারে ১০ টাকার কয়েন আসছে। সেই প্রশ্নের সাথে ১০ টাকার একটি ধাতব মুদ্রার ছবিও সংযুক্ত করেছেন।
পরবর্তীতে জানা যায় অন্য একটি ফেসবুক থেকে এই পোস্টের হুবহু কপি করেছেন অভিনেত্রী অপি করিম। যেই পেইজ থেকে পোস্টটি কপি করা হয়েছে সেটির নাম হচ্ছে HiFi Digital. এটি একটি পাবলিক রিলেশন এজেন্সি বা সংস্থা। তবে উক্ত সংস্থা এবং অভিনেত্রী অপি করিমের ভাষ্য আসলেই ভবিষ্যতে আশার আলো দেখবে কিনা সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের বাজারে ১০ টাকার কয়েনের ব্যাপারে এর আগে মত প্রকাশ করেছিলেন ২০১৬ সালে তৎকালীন প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরুপাক্ষ পাল। তিনি বলেছিলেন শীঘ্রই দেশে ১০ টাকার মূল্য মানের ধাতব মুদ্রা চালু হবে। মূলত চলমান মুদ্রাস্ফীতির সাথে তাল মিলানোর জন্য নানা রকম পদক্ষেপ নেয়া হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঠিক সেরকম একটি উদ্যোগ হবে বলে তিনি জানিয়েছিলেন।
বাংলাদেশের বাজারে আসছে ১০ টাকার কয়েন
এমনকি তিনি আরো বলেছিলেন ১০ টাকার পয়সা দেশের বাজারে আসতে পারে ২০১৭ সালের শুরুর দিকে। মূলত মুদ্রাস্ফীতির সাথে চলমান অর্থনীতির পরিস্থিতির তাল মিলানোর জন্য এই কয়েনের ব্যবহার ধরে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধাতব মুদ্রা বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সহজে নষ্ট হয় না। সহজে নষ্ট হয় না বললে ভুল হবে, বরণ যে কোন পরিস্থিতিতে এটি অক্ষত থাকতে পারে। পানিতে ভেজা, আঘাত পাওয়া ইত্যাদিতেও যেকোনো ধরনের ধাতব মুদ্রা খুব সুন্দরভাবে টিকে থাকতে পারে। বর্তমানে বাংলাদেশে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার ধাতব মধ্যে চালু রয়েছে।
তবে দুই যুগ আগেও বাংলাদেশ ৫০ পয়সা ২৫ পয়সা ধাতব মধ্যে প্রচলন ছিল। এখন সেই মুদ্রা গুলি মোটামুটি জাদুঘরে সংরক্ষণের রাখার মতন সমঢ হয়ে গিয়েছে। কারন বাজারে এই কয়েন গুলো একদমই দেখা যায় না। ইতিমধ্য ৫ টাকা ২ টাকা এবং ১ টাকার মুদ্রা এসেছে বেশ পরিবর্তন। একজন আগেও সোনালী রঙের ১ টাকার ধাতব মুদ্রার প্রচলন ছিল। এখন সব গুলো ধাতব মুদ্রাই সিলভার রঙের।
তৎকালীন সময়ের অর্থনীতিবিদ আরও বলেছিলেন ভবিষ্যতে ২০ টাকা এবং ২৫ টাকা ধাতব মুদ্রা বাজারে প্রচলন করা হতে পারে। ইতিমধ্য কাগজের মধ্যে গুলোর ডিজাইন পরিবর্তনের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে বিভিন্ন নোটের নতুন ডিজাইন দেখতে পাওয়া যাবে। তবে ১০ টাকার কয়েন আদো বাজারে আসবে কিনা কিংবা কবে নাগাদ আসতে পারে এ ব্যাপারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ঘোষণা দেয়নি।