প্রিয় মোবাইল ফোন পানিতে পড়ে গেলে কি করবেন
- আপডেট সময় : ০৩:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আমাদের শখের জিনিস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোন। এটি নিয়ে যেমন আনন্দের শেষ নেই ঠিক তেমনি মাঝে মাঝে পড়তে হয় অনেক বিরম্বনায়। হঠাৎ করেই মোবাইল পানিতে পড়ে গেলে কি করব না করব তা নিয়ে ভেবে পাইনা। প্রায় সময়ই অসতর্কতা বসত কিংবা বৃষ্টিতে ভিজে যেতে পারে আপনার স্মার্টফোনটি। আর যে কোন বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্যতম শত্রু হচ্ছে পানি এবং ধূলা। যার কারণে সহজেই দেখা যেতে পারে নানা ধরনের যান্ত্রিক ত্রুটি।
অত্যন্ত আধুনিক এই ডিভাইসটিতে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম ইলেকট্রনিক্স সার্কিট এবং অন্যান্য যন্ত্রপাতি। এছাড়াও রয়েছে ব্যাটারি এবং ডিসপ্লের মতো সেনসিটিভ পার্টস। তাই এটিতে পানি পড়ে গেলে অত্যন্ত জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। প্রাথমিকভাবে এ ধরনের পরিস্থিতিতে কি করবেন সে নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করছি।
মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন
• সবার আগে ফোনের উপরি ভাগটি শুকনো নরম কাপড় দিয়ে পরিষ্কার করবেন।
• যদি পানির পরিমাণ খুব বেশি না হয় তাহলে চেষ্টা করে দেখতে পারেন অন হয় কিনা। যদি চালু হয় তাহলে সাথে সাথে বন্ধ করে দিন। তবে কোনোভাবেই চার্জার সংযুক্ত করবেন না।
• অল্প পরিমাণে পানি হলে এবং আশেপাশে সার্ভিসিং এর দোকান না থাকলে শুকনো চলের ভেতরে কিছুক্ষণ রেখে দেন। এতে করে চাউল পানি শুষে নেবে। চালের বদলে অবশ্যই সিলিকার প্যাকেটে ব্যবহার করতে পারেন। কমপক্ষে ৮ ঘন্টা থেকে ২৪ ঘন্টা এভাবে রাখুন। সবচাইতে ভালো হয় ৭২ ঘন্টা পর্যন্ত রাখতে পারলে।
যে সকল বিষয় করা থেকে বিরত থাকবেন
• ভেজা অবস্থায় কখনোই ফোনটি চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
• রোদে শুকানো কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে পানি পরিষ্কার করার চেষ্টা করবেন না। এতে করে আরো বেশি ক্ষতি হতে পারে।
• তবে যদি ব্যাটারি খোলার সুযোগ থাকে তাহলে খুলে ভিতরের অংশ শুকনো এবং সুতির নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
সবচাইতে ভালো হয় ফোন পানিতে পড়ে গেলে সাথে সাথে যে কোন দক্ষ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া। কিন্তু বৃষ্টির দিন গুলোতে কিংবা গ্রাম এলাকায় সাধারণত তাৎক্ষণিকভাবে এই ধরনের সার্ভিস পাওয়া যায় না। সে ক্ষেত্রে উপরের পদক্ষেপ গুলি ভালোভাবে অনুসরণ চলুন।
আমাদের শেষ কথা
আশা করি মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয় কি সেই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। এই ধরনের আরো প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য কনটেন্ট গুলি ভিজিট করুন।