বাসায় বসেই ঘাড়ের কালো দাগ গুলো দূর করার পদ্ধতি

- আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের শরীরের অন্যান্য অঙ্গ গুলোর বিশেষ যত্ন নেওয়া হলেও অনেক সময় ঘাড় থেকে যায় বেশ অবহেলায়। এমনকি গোসল করার সময় শরীরের এই অংশটির দিকে নজর দেওয়া খুব কম হয়। এজন্যই ঘাড়ের কালো দাগ দূর করার উপায় গুলো নিয়ে অনেকেই অস্বস্থিতে ভোগেন। কিন্তু আপনি কি জানেন কেন এই ধরনের সমস্যা হয়? অনেকেই আবার এই সমস্যার জন্য বিভিন্ন রকমের ক্রিম, সিরাম ইত্যাদি ব্যবহার করেন।
তবে প্রসাধনী সামগ্রীর পাশাপাশি ঘাড়ের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপায়।
বেসনের প্যাক ব্যবহার
ত্বকের যেকোনো ধরনের দাগ দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেসনের প্যাক। এর জন্য একটি ছোট পাত্রে সামান্য পরিমাণে বেসন, কিছু পরিমাণে হলুদ এবং কয়েক ফোটা লেবুর রস নিয়ে তাতে গোলাপজল মিশিয়ে দিন। এবার ঘাড়ের যে সকল অংশ কালো হয়ে গিয়েছে সেখানে লেপ্টে দিন। তারপর আধা ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। আপনি যদি সপ্তাহে ২ থেকে ৩ দিন এই পদ্ধতি অনুসরণ করতে পারেন তাহলে কালো দাগ দূর হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।
ঘাড়ের কালো দাগ দূর করার উপায় হিসেবে বেকিং সোডার ব্যবহার
রান্নাবান্নার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বেকিং সোডা। কিন্তু এর পাশাপাশি রূপচর্চায়ও প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এই উপাদানটি। এর জন্য অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে সেটিতে পানি মিশিয়ে একটি পেস্টের মত তৈরি করুন। তারপর ঘাড়ে সেটির প্রলেপ লাগিয়ে দেন। এভাবে সপ্তাহে কয়েকদিন ব্যবহার করার ফলে দেখবেন ঘাড়ের দাগ দূর হয়ে গিয়েছে। তবে খেয়াল রাখবেন ব্যবহারের পরে কিছু পরিমাণে ময়েশ্চারাইজার লাগানোর।
অ্যালোভেরা জেলের ব্যবহার
রূপচর্চায় এলোভেরা জেলের বিকল্প কিছু নেই। শারীরিক সৌন্দর্য এবং সুস্থতায় ব্যবহার করা হয় এটি। এতে রয়েছে প্রাকৃতিক এন্টি অক্সিডেন্টের মত উপাদান। তাই যে কোন দাগই সহজে মিশে ফেলতে পারে। কিছু পরিমাণে অ্যালোভেরার শাঁস নিয়ে ঘাড়ের কালো অংশে মালিশ করে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ এভাবে ব্যবহার করলে দেখবেন সমস্ত কালো দাগ দূর হয়ে টক হয়ে উঠেছে আরো অনেক বেশি উজ্জ্বল।
শেষ পরামর্শ
মানুষের সৌন্দর্যের ওপর নির্ভর করে তার কনফিডেন্স। অনেকেই শরীরের বিভিন্ন দাগ নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকেন। আবার বিভিন্ন অঙ্গের তুলনায় ঘাড় অনেকটাই কালো হলে দেখতেও বেমানান লাগে। তাই ঘারের কালো দাগ দূর করার উপায় গুলি ঘরোয়া ভাবে অনুসরণ করুন এবং সমস্যা থেকে মুক্তি পান।
কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন? বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।